খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, February 8, 2011

এবার Web Page কে Pdf ফরমেটে আপনার কম্পিউটারে সেভ করে রাখুন !!

বিসমিল্লাহির রহমানীর রাহিম



আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি তা হয়তবা আপনারা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন। আমরা অনেকেই ইন্টারনেটে অনেক কিছু দেখি। কিন্তু সময়ের অভাবে সেগুলো ডাউনলোড করার সুযোগ পাইনা বা অলসতার কারণে ডাউনলোডে দেই না। আমি এ বিষয়ে এর আগে একটা পোষ্ট করেছিলাম। সেটা ছিল ওয়েব পেইজকে ইমেজ ফরমেটে সেভ করে রাখা। যা হোক বেশি কিছু না বলে, মহান আল্লাহর নাম নিয়ে পোষ্টা শুরু করি।


নামঃ DoPdf
ভারসনঃ 7
কোম্পানীঃ Softland
টাইপঃ Convater


যেভাবে Pdf ফরমেটে Save করবেনঃ
মুলত এটা হলো একটি প্রিন্টার। তাই আপনি যে ওয়েব সাইটটি Pdf করতে চান সেটিতে থাকা অবস্থায় File => Print বা কীবোর্ডে Ctrl+P চাপুন।



ফলে নিচের ছবির মতো একটা বক্স আসবে। সেখানে OK বাটনে ক্লীক করুন।



ফলে আবার একটি বক্স আসবে। ফাইলটির Save করার স্থান পরিবর্তন করতে চাইলে Browse বাটনে ক্লীক করে নির্ধারণ করে দিন। এবার OK বাটনে ক্লীক করুন।



ফলে আপনার ওয়েব পেইজটি Pdf ফরমেটে Save হয়ে যাবে। Save করা হয়ে গেলে ফাইলটি অটোমেটিক চালু হবে। নিচের স্ক্রীনশটটা দেখুনঃ



ডাউনলোডঃ


আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ।

3 comments:

My Blog [Reply]

i can not download this software

My Blog [Reply]

i can not download this software..

Abdur Rahim [Reply]

@My Blog
ডাউনলোড লিংকে ক্লীক করার পর উপরের ডানদিকে Skip Ads এ ক্লীক করুন। তারপর ডাউনলোড শুধু হয়ে যাবে। প্রয়োজনে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করুন।

Post a Comment