বিসমিল্লাহির রহমানীর রাহিম
আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি তা হয়তবা আপনারা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন। আমরা অনেকেই ইন্টারনেটে অনেক কিছু দেখি। কিন্তু সময়ের অভাবে সেগুলো ডাউনলোড করার সুযোগ পাইনা বা অলসতার কারণে ডাউনলোডে দেই না। আমি এ বিষয়ে এর আগে একটা পোষ্ট করেছিলাম। সেটা ছিল ওয়েব পেইজকে ইমেজ ফরমেটে সেভ করে রাখা। যা হোক বেশি কিছু না বলে, মহান আল্লাহর নাম নিয়ে পোষ্টা শুরু করি।
নামঃ DoPdf
ভারসনঃ 7
কোম্পানীঃ Softland
টাইপঃ Convater
যেভাবে Pdf ফরমেটে Save করবেনঃ
মুলত এটা হলো একটি প্রিন্টার। তাই আপনি যে ওয়েব সাইটটি Pdf করতে চান সেটিতে থাকা অবস্থায় File => Print বা কীবোর্ডে Ctrl+P চাপুন।
ফলে নিচের ছবির মতো একটা বক্স আসবে। সেখানে OK বাটনে ক্লীক করুন।
ফলে আবার একটি বক্স আসবে। ফাইলটির Save করার স্থান পরিবর্তন করতে চাইলে Browse বাটনে ক্লীক করে নির্ধারণ করে দিন। এবার OK বাটনে ক্লীক করুন।
ফলে আপনার ওয়েব পেইজটি Pdf ফরমেটে Save হয়ে যাবে। Save করা হয়ে গেলে ফাইলটি অটোমেটিক চালু হবে। নিচের স্ক্রীনশটটা দেখুনঃ
ডাউনলোডঃ
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ।
3 comments:
i can not download this software
i can not download this software..
@My Blog
ডাউনলোড লিংকে ক্লীক করার পর উপরের ডানদিকে Skip Ads এ ক্লীক করুন। তারপর ডাউনলোড শুধু হয়ে যাবে। প্রয়োজনে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করুন।
Post a Comment