খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, February 9, 2011

ফেসবুক থেকে সহজেই টাকা আয় করুন !! [না দেখলে সত্যি মিস করবেন]

"বিসমিল্লাহীর রহমানীর রাহীম"


আমরা সবাই জানি যে ফেসবুক হলো সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম মাধ্যম। অনেকে মনে করেন যে ফেসবুক এর মাধ্যমে শুধু চ্যাটিং, ছবি ও ভিডিও আপলোড, আপডেট নিউজ পাওয়া যায়। কিন্তু অনেকে এটা জানেন না যে ফেসবুকের মাধ্যমে অর্থও উপার্জন করা সম্ভব। এটা খুবই সহজ। অর্থাৎ আমার জানা মতে হয়তবা এতো সহজে কোন প্রতিষ্ঠানে আয় করা যায় না। বুঝলেন না। এটা হলো একটা ফেসবুক এপ্লিকেশন। আপনারা এই ফেসবুক এপ্লিকেশন এ ৫ ডলার হলেই টাকা উত্তলোন করতে পারবেন পেপাল এর মাধ্যমে।

যেভাবে টাকা আয় করবেনঃ
এখানে ক্লীক করে এপ্লিকেশনটিতে যান।

যেভাবে টাকা আয় করবেনঃ
১. প্রতিদিন এপ্লিকেশনটিতে লগইন করলেই পাবেন ০.১ ডলার।
২. বিভিন্ন অফার পুরণ বা ব্যবহার করলেই পাবেন বিভিন্ন অংকের ডলার। যেমন ধরুন একটি অফার আছে। যেখানে বলা হয়েছে যে এই গেমটি অভার করলেই পাবেন ১.০০ ডলার। এখন আপনি ঐ গেমটা অভার করলেই আপনার একাউন্টে জমা হয়ে যাবে ১ ডলার।
৩. এপ্লিকেশনটি লাইক করলেই ডলার জমা হবে।
৪. এপ্লিকেশনটি সম্পর্কে ফেসবুকের বন্ধুদেরকে জানালেই ডলার জমা হবে।
৫. এছাড়াও আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ডলার জমা করতে পারেন।



আপনার একাউন্টে ৫ ডলার হলে আপনি টাকা পেপাল থেকে ইউথড্রো করতে পারবেন।

যে কারণে বিশ্বাস করা যায়ঃ
বিশ্বের অনেক মানুষ এই এপ্লিকেশন দ্বারা টাকা আয় করতে সার্থক হয়েছে। এই বিষয়ে ইন্টারনেটে অনেক ফোরাম, ফানপেজ, গ্রুপ, ভিডিও, আপডেট রয়েছে। এবং সেখানে প্রায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করছে। শুধু তাই না বাংলাদেশেও আমার মতো অনেক মানুষ এটার সাহায্যে আয় করছে।

নিচে যারা সবচেয়ে বেশি আয় করেছে তাদের একটা তালিকা দেওয়া হলোঃ 




এপ্লিকেশনটি একবার ব্যবহার করেই দেখুন। তাহলেই বুঝতে পারবেন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

5 comments:

মিন্টু [Reply]

ধন্যবাদ। এপ্লিকেশনটা আসলেই কাজের।

Anonymous [Reply]

চালিয়ে যান......

Abdur Rahim [Reply]

ধন্যবাদ।

Unknown [Reply]

@Abdur Rahim
How can i Start kindly tell me step by step

Here tech076907@gmail.com

Abdur Rahim [Reply]

@Bondhu
এ বিষয়ে লেখা চিন্তা চলছে এবং ইনসাআল্লাহ খুব শিগ্রহী তা আইটি ওয়াল্ডে প্রকাশ করা হবে।

Post a Comment