খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, February 10, 2011

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহারকৃত সেরা ১০টি ব্রাউজার ফ্রী ডাউনলোড করে নিন !!

"বিসমিল্লাহির রহমানীর রাহিম"


আজকের পোষ্টা মুলত আপনাদের সুবিধারদিকে খেয়াল রেখেই করেছি। অনেক সময় দেখা যায় একটি ব্রাউজার দিয়ে ব্রাউজিং করতে করতে একঘেয়ামি চলে আসে আবার অনেক সময় ভালো কোন ব্রাউজারের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে নতুন ব্রাউজার খোজার জন্য একজন ভিজিটরকে নানান ঝামেলার মুখোমুখী হতে হয়। যেমন ধরুন, ফুলভারসন না পাওয়া বা ভালো কোন ব্রাউজার খুজে না পাওয়া ইত্যাদি ইত্যাদি। এবার আসুন কাজের কথায় আসি। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যে ব্রাউজারগুলো ব্যবহার করা হয় তার একটি তালিকা প্রকাশ পেয়েছে। নিচে তার ছবি দেওয়া হলোঃ


এখন সেই তালিকার সব গুলো ব্রাউজার সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করছিঃ

১. মর্জিলা ফায়ারফক্স ৪.০


Download

২. গুগল ক্রোম ১০

Download

৩. ইন্টারনেট এক্সপ্রোরার

Download

৪. অপেরা ১১


Download

৫. সাফারি ৫.০

Download

৬. ম্যাক্সথোন ৩.০


Download


৭. ফোল্ক ২.৬


Download

৮. আভান্ট ব্রাউজার ২০১০

Download

৯. কমেটবার্ড ৩.৬

Download

১০. নেটস্কেপ ৯.০


Download

ভালো এবং কাজে লাগলে কমেন্ট করুন.... আপনার কমেন্টসই আইটি ওয়াল্ডকে উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্যে করবে।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment