বিসমিল্লাহির রহমানীর রাহিম
১. রেডিও স্থাপন
২. রেডিও URL খুজে বের করা।
প্রথমেই রেডিও স্থাপন নিয়ে আলোচনা করছিঃ
১.নিচের কোডটি কপি করুন। এবার Design এ যান।
২.Add Gadget এ ক্লীক করুন।
৩.একটা বক্স আসবে। সেখানে html/Javascript এর add বাটনে ক্লীক করুন।
৪. এবার কপি করা কোডটি পেষ্ট করে Save বাটনে ক্লীক করুন।
৫. সেখানে রেডিওটা রাখতে চান সেখানে html টি টেনে এনে রাখুন।
কোডঃ
<embed name="mediaplayer1" pluginspage="http://www.microsoft.com/windows/mediaplayer/" type="application/x-mplayer2" showstatusbar="1" width="400" src="Your Radio URL" autostart="true" height="50"></embed>
গুরুত্বপূর্ণ বিষয়ঃ
উপরের কোপটিতে Your Radio URL লেখা দেখতে পাবেন। মুলত সেখানেই আপনার রেডিওটির এড্রেসটি স্থাপন করতে হবে। আর একটা কথা অবশ্যই http:// সহকারে রেডিওটির এড্রেস দিতে হবে। যেমন ধরুন আপনার রেডিওটির এড্রেস হলোঃ http://202.4.100.2:8000 । এখানে যদি আপনি শুধু 202.4.100.2:8000 দেন তাহলে কিন্তু আপনার রেডিওটি চালু হবে না। আবার যদি আপনি http:// পরে www. দেন তাহলেও কিন্তু রেডিওটি চালু হবে না। আপনাকে এই বিষয়টি সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে।
এখানে সম্পাদন বলতে শুধু রেডিওটির আকারকে বোঝানো হয়েছে। যেমন ধরুন আপনি রেডিওটি ৬০০x২০০ করতে চান তাহলে কোডটিতে অবস্থিত width="400" এ ৪০০ এর বদলে অন্য কোন সাইজ দিয়ে রেডিওটির প্রস্থ পরিবর্তন করতে পারবেন। একই ভাবে height="50" এ ৫০ এর বদলে অন্য কোন সাইজ দিয়ে রেডিওটির উচ্চতা পরিবর্তন করতে পারবেন।
যেভাবে রেডিও URL খুজেঁ বের করবেনঃ
সত্যি বলতে এটা এতটাই গুরুত্ব পূর্ণ যে এটা নি বললেই নয়। কারণ উপরে আমি বলেছি রেডিও এর এড্রেস। মনে করুন আমি রেডিও টু ফান এর রেডিও ওয়েব সাইটের যুক্ত করতে চাচ্ছি। অনেকে হয়তবা মনে করবেন http://www.radio2fun.com/stations/station4/station4.php ই হলো রেডিও টু ফানের রেডিও এড্রেস। কিন্তু যদি আপনি এটা মনে করেন তাহলে এটা খুবই বোকামির কাজ হবে। আপনাকে অবশ্যই বুঝতে হবে ওটা হলো রেডিও টু ফানের ওয়েব সাইটের এড্রেস। ওটা রেডিও এর এড্রেস না। এখন ভাবছেন তাহলে রেডিও এর এড্রেস আবার কোথায় খুজেঁ পাবো? আর আপনাদের এই প্রশ্নের উত্তর দেবার জন্যই এখন আলোচনা করছি। ধরুন আপনি রেডিও টু ফানের রেডিওটি আপনার ওয়েব সাইটে সংযুক্ত করতে চাচ্ছেন।
১. তাহলে আপনাকে প্রথমে রেডিও টু ফানের ওয়েব সাইটে যেতে হবে। যেখানে তাদের রেডিওটি আছে। এড্রেসঃ http://www.radio2fun.com/stations/station4/station4.php।
২. এবার রেডিওটিতে মাউসের রাইট বাটনে ক্লীক করে Properties এ ক্লীক করুন।
৩. Properties বক্সে Locations এ রেডিওটির এড্রেস দেখতে পাবেন।
৪. এড্রেসটি কপি করুন। এবং কোডটির Your Radio URL পরিবর্তে এড্রেসটি পেষ্ট করে দিন।
৫. ব্যাস কাজ শেষ।
বোনাসঃ
আপনাদের সুবিধার্থে কিছু জনপ্রিয় বাংলা রেডিও এর এড্রেস আপলোড করে দিয়েছিঃ
আশা করি আপনাদের সবার কাজে লাগবে।
ধন্যবাদ............
মোঃ আব্দুর রহিম
4 comments:
rohim vai ki vaba mp3,softwere,video upload korbo.
@mohan lucid softwere
আইটি ওয়াল্ডে চোখ রাখুন। ধন্যবাদ।
আমি আমার ব্লগে পাঠক কমেন্ট অপশনটা গুগল এর অপশান রাখতে চাচ্ছিনা। শুধু বাংলা অপশন রাখব সামু কিংবা অন্য ব্লগ এর মত , শীর্ষ নিউজ এর মত।
http://kalamteleco.blogspot.com
Post a Comment