খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, February 17, 2011

PPC ওয়েব সাইট থেকে টাকা আয় !! পর্বঃ ৩ [বিষয়ঃ এলার্টপে রেজিষ্টেশন]

বিসমিল্লাহির রহমানীর রাহিম


আশা করি সবাই ভালো আছেন। PPC ওয়েব সাইট থেকে টাকা এর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বর্তমানে পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ৩য় পর্বটি করতে একটু দেরী হয়ে গেল। যা হোক এলার্টপে সম্পর্কে আমাদের অনেকেরই প্রাথমিক ধারণা আছে তাই আর এ বিষয়ে এখানে আলোচনা করবো না। এর আগে এলার্টপে সম্পর্কে একটি পোষ্ট করা হয়েছিল। আজকের পোষ্টের বিষয় বস্তু হলো এলার্টপে তে রেজিষ্টেশন। আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটি ধাপ চিত্র সহকারে দেওয়া হয়েছে। আসুন মহান আল্লাহর নামে পোষ্টা শুরু করিঃ

১. প্রথমে এখানে ক্লীক করে এলার্টপে এ যান।
২. সেখানে Sign up বাটনে ক্লীক করুন।



৩. এবার Country তে Bangladesh সিলেক্ট করে দিন। আর Personal Starter এ ক্লীক করে চিক চিহ্ন দিন। তারপর Next Step বাটনে ক্লীক করুন।


৪. এবার একটি ফরম আসবে। সেটি যথাযথ ভাবে পুরুণ করুন। প্রয়োজনে চিত্রের সাহায্য নিতে পারেন।




৫. তারপর Next Step বাটনে ক্লীক করুন।
৬. আবার একটা ফরম আসবে। সেটি যথাযথ ভাবে পুরুণ করুন। প্রয়োজনে চিত্রের সাহায্য নিতে পারেন। 

[মনে রাখবেনঃ ১.Transaction Pin টি মনে রাখা অত্যান্ত জরুরী। কেননা এটা টাকা তোলার সময় প্রয়োজন পড়বে। ২. মোবাইল নম্বরটি ০ এর পর থেকে শুরু করুন অর্থাৎ ১৯১৫৫০২৫৫৬। ]

৭. You acknowledge that you have read and agree to AlertPay's User Agreement এর বক্সে ক্লীক করে টিক চিহ্ন দিয়ে দিন।
৭. সবশেষে Final Step বাটনে ক্লীক করুন।
৮. ফলে আপনার ই-মেইলে একটি লিং চলে যাবে।




৯. আপনার ই-মেইলে প্রবেশ করুন। দেখবেন এলার্ট পে থেকে একটি মেইল এসেছে। সেটি ওপন করুন। এবং ভেরিফিকেশন লিংক এ ক্লীক করুন।



৮. ব্যাস কাজ শেষ। এবার আপনি আপনার একাউন্টে চলে যাবেন। 


সেখানে প্রথমে $০.০০ ডলার দেখতে পাবেন। যখন কোন ওয়েব সাইট থেকে পেমেন্ট আসবে তখন ঐ ওখানে ডলারের অংক যোগ হবে। এবং পাশে একটি ম্যাসেজ আসবে।

আশা করি আপনাদের কাজে লেগেছে। কাজে লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না যেন।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment