খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, February 15, 2011

Kaspersky AntiVirus 2011 [সংগ্রহে রাখুন]

বিসমিল্লাহির রহমানির রাহিম


আমরা সবাই জানি ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ক্যাসপাস্কাইয়ের কোন জুড়ি নেই। বিশ্বের সেরা এন্টিভাইরাসের তালিয়াকায় এটি রয়েছে। সারা বিশ্বে হাজার হাজার মানুষ এন্টিভাইরাস হিসেবে এটি ব্যবহার করছে। এই এন্টিভাইরাস সম্পর্কে অনেকেরই প্রাথমিক ধারণা আছে তাই আর বেশি কিছু বলব না। বর্তমানে ক্যাস্পারস্কাই ২০১১ সালে ১১ ভারসনটি তারা বের করেছে। এই ভারসনটিতে এই এন্টিভাইরাস এখন আরো উন্নত আরো শক্তিশালি।

স্ত্রীনশটঃ



ডাউনলোডঃ


[বিঃদ্রঃ বর্তমানে আপনাদের সাথে এটির ৩০ দিনের ট্রাইলপ্যাক শেয়ার করা হলো। ইনসাআল্লাহ আগামীতে ফুল ভারসন শেয়ার করা হবে।]

ধন্যবাদ...

0 comments:

Post a Comment