খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, February 15, 2011

নতুন সাইট! আপলোড এক ওয়েব সাইটে আর হোষ্টিং ১০টা সাইটে!

বিসমিল্লাহীর রহমানীর রাহিম


আমাদের যাদের ওয়েব সাইট আছে তারা অথবা তাদের নিয়মিত ভাবেই ইন্টারনেটে ফাইল শেয়ার করার প্রয়োজন পড়ে। তাই বিভিন্ন ওয়েব সাইটে ফাইলগুলোকে আপলোড করতে হয়। কিন্তু একেক জনের কাছে একেক ধরনের ওয়েব সাইট পছন্দ। তাই নানান সমস্যার মুখোমুখি হতে হয় একজন ব্লগ লেখককে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মাল্টিপল ফাইল শেয়ারিং ওয়েব সাইটগুলোর মাধ্যমে। এর আগে মিরর ক্রীয়েটর সম্পর্কে আলোচনা করে ছিলাম। আজ আরেকটি ওয়েব সাইট সম্পর্কে আলোচনা করবো। এটার নাম হলো ইন্টার আপলোড। এখানে আপনারা আপনার ওয়েব সাইটগুলোকে আপলোড করলে ১০টি ওয়েব হোষ্টিং এ একটি ক্লীকেই আপলোড করতে পারবেন। নিয়মকানুন অন্যান্য সকল মাল্টিপল ফাইল শেয়ারিং ওয়েব সাইটগুলোর মতই।



 


আশা করি ওয়েব সাইটটি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা এখানে আপনারা রেজিষ্টেশনের সুবিধাও পাবেন। ফলে আপনার আপলোড কৃত সকল লিং পাবেন হাতের নাগালে।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment