বিসমিল্লাহীর রহমানীর রাহিম
আমাদের যাদের ওয়েব সাইট আছে তারা অথবা তাদের নিয়মিত ভাবেই ইন্টারনেটে ফাইল শেয়ার করার প্রয়োজন পড়ে। তাই বিভিন্ন ওয়েব সাইটে ফাইলগুলোকে আপলোড করতে হয়। কিন্তু একেক জনের কাছে একেক ধরনের ওয়েব সাইট পছন্দ। তাই নানান সমস্যার মুখোমুখি হতে হয় একজন ব্লগ লেখককে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মাল্টিপল ফাইল শেয়ারিং ওয়েব সাইটগুলোর মাধ্যমে। এর আগে মিরর ক্রীয়েটর সম্পর্কে আলোচনা করে ছিলাম। আজ আরেকটি ওয়েব সাইট সম্পর্কে আলোচনা করবো। এটার নাম হলো ইন্টার আপলোড। এখানে আপনারা আপনার ওয়েব সাইটগুলোকে আপলোড করলে ১০টি ওয়েব হোষ্টিং এ একটি ক্লীকেই আপলোড করতে পারবেন। নিয়মকানুন অন্যান্য সকল মাল্টিপল ফাইল শেয়ারিং ওয়েব সাইটগুলোর মতই।
এখানে ক্লীক করে ওয়েব সাইটটিতে যানhttp://www.interupload.com/
আশা করি ওয়েব সাইটটি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা এখানে আপনারা রেজিষ্টেশনের সুবিধাও পাবেন। ফলে আপনার আপলোড কৃত সকল লিং পাবেন হাতের নাগালে।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment