খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, February 15, 2011

বাংলাতেই আপনার কম্পিউটার সময় বলে দেবে! [625 kB]

"বিসমিল্লাহির রহমানির রাহীম"


আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের যে সফটওয়্যার সম্পর্কে আলোচনা করছি তা হয়তবা আপনারা অনেকেই জানেন। হয়তবা ব্যবহারও করেছেন। কিন্তু আমার দেখা অনেক মানুষ আছে যা এখনো এই সফটওয়্যারটির সম্পর্কে অবগত নন। আবার অনেক সময় দেখা যায়, অনেকর ছিল কিন্তু তা ডিলিট হয়ে গেছে। মুলত তাদের জন্যই আজ আমার এই পোষ্টির বিষয় বস্তু। আজের সফটওয়্যারটির নাম হলো বাংলা ক্লক। মুলত এই সফটওয়্যার দ্বারা নির্দিষ্ট কিছু সময় পর পর কম্পিউটার একটি শিশুর কন্ঠে বাংলাতে সময় বলে দেবে। যেমন ধরুন ৫ টা বাজলে পিসি বলবে এখন সময় বিকাল ৫টা।


ইন্সটলেশনঃ
১. ফাইলটি ডাউনলোড করুন।
২. ইন্সটল দিন।
৩. কম্পিউটার রিস্টার্ট দিন।
৪. ব্যাস কাজ শেষ।

ডাউনলোডঃ [সাইজ মাত্র 625 kB]


আশা করি আপনাদের ভালো লাগবে।

0 comments:

Post a Comment