"বিসমিল্লাহির রহমানীর রাহিম"
আশা করি সবাই ভালো আছেন। এখন সবাই নতুন নতুন গেমের প্রতি ঝুকেঁ পড়েছে। সবাই ব্যস্ত হয়ে ওঠেছে নতুনসব গেমের প্রতিযোগিতায়। কিন্তু নতুন গেম খেলতে খেলতে কিন্তু পুরাতন গেমকে ভুলে গেলে চলবে না। আজ যে গেম সম্পর্কে আপনাদের আলোকপাত করবো সেটির নাম হলো ব্রন্কহেডস। যা কিনা তৈরী হওয়ার পর ১৯৯৭ সালে বাজার জাত করা হয়। কি ভাবছেন একটু বেশিই পুরোনো? পুরাতন হলেও কিন্তু গেমটিতে পুরাতনের কোন ছাপ নেই। গেমটি যদি আপনারা খেলেন তাহলে মনে হবে ১-২ বছর আগে তৈরী হয়েছে। গেমটিতে দুইটি প্লেয়ার নিয়ে খেলা যাবে। প্রয়োজনে আপনারা কি-বোর্ডও ঠিক করে নিতে পারবেন।
গেমটি খেলা খুবই সহজ। মাকরসা, ডাইনসর, ইদুর, মৌমাছি, সাপ, বাদুর, দৈত্য, রাক্ষস, কুকুর ইত্যাদি জীব জন্তু আসবে। আর সেগুলোকে নিচ থেকে মেরে আহত করতে হবে। তারপর ধাক্কা মেরে ফেলে দিতে হবে।
গেমটিতে অনেক গুলো লেভেল আছে। প্রায় ১২০ এর উপরে। প্রত্যেকটি স্টেজে একেক ধরণের বিপদ এবং এডভেঞ্জার যুক্ত হয়েছে। এই গেমটা আমার কাছে খুবই ভালো লাগে তার কারণ হলো গেমটিতে আপনি প্রায় ৯৯ টির মতো লাইফ সংগ্রহ করতে পারবেন। আর সেটা লুকিয়ে আছে গেমটির প্রায় প্রতিটি স্টেজেই। আমার যতদুর মনে আছে, অনেক কষ্ট করে ৯২টার মতো লাইফ সংগ্রহ করতে পেরেছিলাম।
প্রয়োজনে নিচের ছবিটাতে ক্লীক করে ভিডিওটি দেখতে পারেনঃ
ডাউনলোডঃ [সাইজ মাত্র ৩ মেগাবাইট]
আশা করি গেমটি হয়তবা আপনাদের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment