খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, February 12, 2011

কঙ্গোয় টিনটিন । রয়েছে বিপদ এবং মজার ঘটনা !!

"বিসমিল্লাহির রহমানীর রাহীম"


টিনটিন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আজকে হঠাৎ করেই টিনটিন এর এই মজার কমিসটা শেয়ার করার ইচ্ছা জেগে উঠলো। তাই দেরী না করে ঝটপট লিখতে বসে গেলাম। এই কমিকসবুকটা আছে পিডিএফ ফরমেটে। কমিকসটি চালু করার জন্য আপনার প্রয়োজন পড়বে Adobe Reader 5 অথবা তার নতুন ভারসন। বেশি কিছু বলবো না। নিচের স্ক্রীনশটটা দেখুনঃ



ডাউনলোডঃ


[DOWNLOAD PART 1]
[DOWNLOAD PART 2]

[বিঃদ্রঃ মনে রাখবেন ২টা পার্টই ডাউনলোড করতে হবে। তা না হলে কমিকসটি আনজিপ করতে পারবেন না।]

যেভাবে আনজিপ করবেনঃ [যারা জানেন না তাদের জন্য]
১. দুইটা ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন।
২. Congoy TinTin.tk.part1 ফাইলটি আনজিপ করুন।
৩. ব্যাস কাজ শেষ।

কমিকসটা পড়ুন। আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম।

0 comments:

Post a Comment