খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, February 20, 2011

সংগ্রহে রাখুন WinRAR 3.71 [ফুলভারসন]

বিসমিল্লাহির রহমানীর রাহিম


আমরা অনেনেই ইন্টারনেট থেকে অনেক কিছু ডাউনলোড করে থাকি। মুলত বেশির ভাগ ওয়েব সাইট থেকেই .rar ফরমেটে ফাইল ডাউনলোড করা হয়ে থাকে। rar ফাইল মূলত এক ধরণের আরক্রাইভ। যাতে অনেক গুলো ফাইল এক সাথে নামানো যায়। অনেকে rar ফাইলকে চালু করতে পারেন বা দেখতে পারেন না। এর প্রধান কারণ হলো উইনআর না থাকার কারণে। সাধারণত ইন্টারনেটে WinRAR লেখে সার্চ করলে WinRAR পাওয়া যাবে। কিন্তু তার মধ্যে ৯৮ পার্সেন্টই ট্রাইল ভারসন। আমি আপনাদের জন্য WinRAR এর ফুলভারসনটি আপলোড করে দিয়েছি সংগ্রহে রাখতে পারেন।

ডাউনলোডঃ


যেভাবে ব্যবহার করবেনঃ
১. WinRAR সেটআপ দিন।
২. আপনার .rar ফাইলটিতে রাইট ক্লীক করে Extract Here বাটনে ক্লীক করুন।



৩. ফলে RAR ফাইলের ভেতরে থাকা ফাইলগুলো এক্সটাক্ট হয়ে যাবে।

ধন্যবাদ....

2 comments:

Anonymous [Reply]

valo kisu cai...
notu n kisur asaiiiiiiiiiii aci.
borhan

www.borhan-info.co.cc

Abdur Rahim [Reply]

@Borhan
চেষ্টা চালিয়ে যাচ্ছি........

Post a Comment