খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, March 8, 2011

আইটি ওয়াল্ড জরিপ [জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১১] এর ফলাফল

বিসমিল্লাহীর রহমানীর রাহীম




মহান আল্লাহর অশেষ করুণা ও রহমতে আইটি ওয়াল্ডের জানুয়ারী এবং ফেব্রুয়ারী মাসের জরিপ আজ প্রকাশ পেল। এই জরিপের মুল বিষয় বস্তু ছিল "আইটি ওয়াল্ডের লোডিং টাইম" নিয়ে। জরিপটির উদ্দেশ্য ছিল আইটি ওয়াল্ডে অতিথিদের আইটি ওয়াল্ডে ভ্রমন করার গতি জানার জন্য। নিম্নে জরিপটি প্রকাশ করা হলোঃ


প্রশ্নঃ আইটি ওয়াল্ড কী দ্রুত লোড হয়?


১.মোটামুটি লোড হয়ঃ বলেছেন 42% এবং ভোট করেছেন 48 জন।


২.খুবই দ্রুত লোড হয়ঃ বলেছেন 35 শতাংশ এবং ভোট করেছেন 40 জন।


৩.কিছু পাতা দ্রুত লোড হয়, কিছু পাতা ধীর গতিতে লোড হয়ঃ বলেছেন 23% এবং ভোট করেছেন 26 জন।


সর্বমোট ভোট করেছেন 114 জন।


বর্ণনাঃ
এই জরিপ থেকে জানা গেল যে আইটি ওয়াল্ড তুলনামুলক ভাবে অধিকাংশ মানুষের কাছেই খুবই দ্রুত লোড হয়। এটা জেনে আমি খুবই খুশি। এছাড়াও যারা বলেছেন "মোটামুটি লোড হয়" তাদের জন্য বলছি আইটি ওয়াল্ডের আরো সংস্করণ করার চিন্তা ভাবনা চলছে। কিন্তু যারা বলেছেন "কিছু পাতা দ্রুত লোড হয়, কিছু পাতা ধীর গতিতে লোড হয়" তাদের জন্য আমার মতামত হলো আইটি ওয়াল্ডের কিছু পেইজে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকার কারণেই মুলত কিছু কিছু পাতা ধীর গতিতে লোড হয়। এ ব্যাপারে ইনসাআল্লাহ পরবর্তীতে পরিবর্তন করা হতে পারে। আইটি ওয়াল্ডের এই জরিপটি দেখতে এখানে ক্লীক করুন।


সবাই ভালো থাকুন এবং আইটি ওয়াল্ডের সাথেই থাকুন............
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment