খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, March 8, 2011

হাইটেক মানের চোখ ধাধানো আইকন !!

বিসমিল্লাহীর রহমানীর রাহিম।

আশাকরি সবাই ভালো আছেন। অনেক দিন পরে পোষ্ট করার জন্য অত্যান্ত দুঃখিত। ভাবলাম অনেকদিন পর যখন পোষ্ট করলাম তখন কেননা পোষ্টা একটু হাইটেক আইকন দিয়ে সাজিয়ে দেই! তাই আমার আইকনের ভান্ডার থেকে বাছাই করে হাইটেক মানের আইকন আপনাদের সাথে শেয়ার করছি।

কিছু আইকনের ছবিঃ




ডাউনলোডঃ


আমার বিশ্বাস আপনাদের আইকনগুলো পছন্দ হয়েছে। ভালো লাগলে কমেন্টস করতে আবার আলসেমি করবেন না যেন।
ধন্যবাদ........
মোঃ আব্দুর রহিম

2 comments:

Unknown [Reply]

ভাই যানবাহনের আইকন এর কালেকশন আর আইকন পরিবরতন করার সফটওয়ার থাকলে আমাকে একটু ডাউনলোড লিঙ্কটা ই-মেইল করবেন প্লিজ............
ই-মেইলঃ- msishovon.bd@gmail.com
আপনাকে অনেক ধণ্যবাদ সুন্দর পোষট করার জন্য......

Abdur Rahim [Reply]

@MD SAHIDUL ISLAM
অবশ্যই আছে.. শিগ্রহি এ বিষয়ে ইনসাআল্লাহ পোষ্ট করা হবে.....

Post a Comment