খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, March 9, 2011

নিজেই আইকন তৈরী এবং এডিট করুন [হয়ে যান আইকন বস]

বিসমিল্লাহির রহমানীর রাহিম


আইটি ওয়াল্ডে এর আগেই আইকন সম্পর্কে বেশ কিছু পোষ্ট করা হয়েছে। আমার কাছে অনেকেই অনুরোধ করেছিল এই পোষ্টা করার জন্য। সবাই বলেছিল যে আইকনগুলো কীভাবে এবং খুব সহজেই এডিট করা যাবে। এখন আপনাদের সাথে যে সফটওয়্যারটা শেয়ার করছি এটা দিয়ে আপনারা খুব সহজেই আপনার আইকন (.ico) ফাইলটি এডিটিং করতে পারবেন আর তার সাথে নিজের আইকনও তৈরী করতে পারবেন। সফটওয়্যারটা ব্যবহার করা খুবই সহজ তাই আমার মনে হয় এ ব্যাপারে বিস্তারিত বলার কিছুই নেই। আপনাদের সুবিধার জন্য নিচে স্ক্রীনশট দেওয়া হলোঃ


ডাউনলোডঃ

 

ধন্যবাদ..........

3 comments:

নাহিন নেয়াজ নাফিজ [Reply]

ধন্যবাদ ভাইয়া ................

Abdur Rahim [Reply]

@নাহিন নেয়াজ নাফিজ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া.........

Md. Jahirul Islam [Reply]

Ashsalamu alikum, Asha Kori allahor rahmote valo asen.abdur rahim bhai Probashi bhiyer deya Photoshop CS5 Extended Edition ami 4th part betito sob part Namiyechi.4th parter link kaz kore Na. Jadi amake 4th Parter Link ta den tahole ami Onek Kushi hobo.aponar deyar opekhay roilam.amar Mail Id : jahirsk25@yahoo.com. valo thaken doya kori. jahir

Post a Comment