খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, March 14, 2011

আপনার পিসি থেকে মোবাইল ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করুন [মোবাইল ব্রাউজার]

বিসমিল্লাহীর রহমানীর রাহীম


মোবাইলের ওয়েব সাইট গুলো যদি আপনি আপনার পিসির ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করেন তাহলে অনেক সময় ওর্য়ানিং আসে যে "This Site Only For Mobile. So Please Visit at Mobile"। কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটা শেয়ার করছি এটা দিয়ে আপনারা সেই সব ওয়েব সাইটও ভিজিট করতে পারবেন। কিন্তু এতে একটা সমস্যা আছে। যেসব ওয়াপসাইটের সিকিউরিটি খুবই বেশি সেই সব ওয়াপসাইটে এই ব্রাউজার দিয়ে ভিজিট করা যাবে না। এটা আপনারা একবার দেখে নিতে পারেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে WinWAP। এটা একটা মোবাইল ব্রাউজার। নিচে এর একটা স্ক্রীনশট দেওয়া হলো:

স্ক্রীনশট:


ডাউনলোড:


যেভাবে সফটওয়্যারটা একটিভ করবেন:
১. সফটওয়্যারটা সেটআপ দিন।
২. এবার Help >> Registration এ ক্লীক করুন।


৩. একটা বক্স আসবে। সেখানে আপনার মেইল এড্রেস লিখে Register Now বাটনে ক্লীক করুন।  [মেইল চেক করার প্রয়োজন নেই]
৪. ব্যাস ব্রাউজার একটিভ.... 


হ্যাপি ব্রাউজিং...........

0 comments:

Post a Comment