বিসমিল্লাহীর রহমানীর রাহীম
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কে আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই। আমরা সবাই জানি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হলো একটি ডাউনলোডার। ডাউনলোডার বলতে বোঝা যায় যেই সফটওয়্যার দিয়ে ইন্টারনেট থেকে কোন কিছু নামানো হয়। আমার ব্যবহার করা এবং আমার দেখা সবচেয়ে ভালো, দ্রুতগতি সম্পন্ন ডাউনলোডার হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আমি আমার সাধ্য মতো আপনাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর কালেকশন দিয়ে যাচ্ছি, ইনসাআল্লাহ ভবিষত এও দিয়ে যাবো। এখন যে পোষ্টা করছি এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ৬ নং ভারসন টি সম্পর্কে।
ডাউনলোড করুন:
যেভাবে ফুলভারসন করবেন:
১. ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সেটআপ দিন।
২. এবার আপনার ঘড়ির পাশ থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর আইকনে রাইট ক্লীক করে Exitএ ক্লীক করুন।
৩. ডাউনলোড করা Patch ফোল্ডারের মধ্যে PaTch 6x.exe নামের ফাইলটা চালু করুন।
[বি:দ্র: PaTch 6x.exe নামের ফাইলটা আপনার এন্টিভাইরাস ভাইরাস হিসেবে ধরতে পারে। কিন্তু ঐটা কিন্তু ভাইরাস না। তাই সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। খেয়াল রাখবেন আপনার এন্টিভাইরাস যেন ওটাকে ডিলিট না করে ফেলে তাহলে কিন্তু ফুলভারসন করতে পারবেন না।]
৪. এবার PaTch বাটনে ক্লীক করুন।
৫. ব্যাস কাজ শেষ। এখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার চালু করুন। দেখবেন এখন সেটা ফুলভারসন।
আশা করি আপনারা আমার সকল ধাপ সহজ ভাবে বুঝতে পারেছেন। কাজে লাগলে বা ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না যেন....
ধন্যবাদ....
-মো: আব্দুর রহিম
0 comments:
Post a Comment