খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, March 16, 2011

একটা রিকোভারি সফটওয়্যার !! এবার এটা ব্যবহার করে দেখুন!!

বিসমিল্লাহীর রহমানীর রাহীম

আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আমাদের হার্ডডিস্ক ফরমেট করে ফেলে হয়ত সেটা ভুল বশত, আবার হয়ত কোন কারণ বশত। আমার দেখা অনেকে মনে করেন হার্ডডিস্ক ফরমেট বা কোন ফাইল ডিলিট হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। আবার অনেকে বিভিন্ন রিকোভারি সফটওয়্যার ও ব্যবহার করেন। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। যেমন ধরুন ড্রাইভটি অনেক্ষন ধরে সার্চ করা আবার অনেক্ষন ধরে সার্চ করার পরও সঠিক ফাইলটি খুজে না পাওয়া ইত্যাদি ইত্যাদি। এখন আপনাদের সাথে আমি যে সফটওয়্যারটা শেয়ার করছি এটা আমার দেখা খুবই সহজ এবং ভালো। আসলে একেক জনের রুচি একেক রকম। এটা আমার পছন্দ হয়েছে তাই শেয়ার করলাম। এই সফটওয়্যারটার নাম হলো Handy Recovery। ভারসন হলো 4.0।


সুবিধা সমূহ:
১. দ্রুত ড্রাইভ সার্চ করা করে।
২. রিকোভারি দ্রুত করে।
৩. সফটওয়্যারটা ব্যবহারে সহজ।

যেভাবে ব্যবহার করবেনঃ
১. সফটওয়্যারটা চালু করুন।
২. আপনার ড্রাইভটা সিলেক্ট করুন। এবং Analyze বাটনে ক্লীক করুন।


৩. ফলে আপনার ড্রাইভটা Analyze বা সার্চ হবে। 
৪. Analyze শেষে যেগুলো ফোল্ডার ক্রোস বা লাল দাগ দেওয়া আছে মুলত সেগুলোই হলো আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ফোল্ডার।


৫. এবার আপনার ফাইলটি সিলেক্ট করুন। এবং রাইট বাটনে ক্লীক করে Recover বাটনে ক্লীক করুন।


৬. ফলে একটা বক্স আসবে। সেখানে Browse বাটনে ক্লীক করে রিকভার ফাইলগুলো রাখার জায়গা ঠিক করে দিন।

৭. সবশেষে OK বাটনে ক্লীক করলেই ফাইলটি রিকোভার হয়ে যাবে।




ডাউনলোডঃ



আশা করি আপনাদের পছন্দ হয়েছে.... ভালো লাগলে মতামত দিতে ভুলবেন না যেন.....

0 comments:

Post a Comment