খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, March 24, 2011

ডেস্কটপ ওয়েলপেপার কালেকশনঃ ১ম পর্ব

বিসমিল্লাহির রহমানীর রাহিম


আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ডেস্কটপে হাইকালারের ওয়েলপেপার সেট করে রাখতে পছন্দ করি। কিন্তু অনেকের কাছে ওয়েলপেপারের কালেকশন না থাকার কারণে ভালো ওয়েলপেপার ডেস্কটপ সে করেন না। তাই আমি ভাবলাম কেননা ডেস্কটপ এ সেট করার জন্য হাইরেজুলেশন এর ওয়েলপেপার নিয়ে কেননা পর্ব শুরু করা যায়? তাই শুরু করে দিলাম। এই পর্বটি কত পর্বের হবে সেটা আমি নিজেও জানি না।

ওয়েলপেপার গুলোর কিছু ছবি নিচে দেওয়া হলোঃ









ডাউনলোডঃ
Download [Part 1]

ধন্যবাদ.............

1 comments:

BORHAN UDDIN [Reply]

ভাল।থাঙ্কদ
www.borhan-info.co.cc

Post a Comment