বিসমিল্লাহির রহমানীর রাহিম
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই গেমস খেলতে পছন্দ করি। এমন একজনকেও খুজে বের করা যাবে না, যারা এই প্রযুক্তির যুগে গেম খেলতে পছন্দ করেন না। গেমস আমাদের বুদ্ধি এবং চিন্তাকে প্রসারিত করতে সাহায্য করে। গেমস খেলে একদিকে যেমন বিনোদন লাভ করা যায়। ঠিক তেমনি অন্য দিকে গেমস খেলে বুদ্ধি এবং বিবেক উন্নত হয়। পৃথিবীতে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন গেমস বাজারে আসছে। এই সব গেমসগুলোর মধ্যে বেশীর ভাগ গেমসই তুলনামুলক ভাবে কঠিন এবং এন্ডভেঞ্জার পূর্ণ। কিন্তু যারা গেমস বেশী একটা খেলতে জানেন না তারা, গেমসগুলো শেষ করতে পারেন না। এজন্য গেমস খেলার সময় চিটিং করাটা অত্যান্ত জরুরী হয়ে পড়ে। আর গেমসকে চিটিং বা ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন কোড ব্যবহার করা হয়। আর এই কোড গুলোকেই চিটকোড বলে। একেক ধরণের গেমস এ চিটকোড ব্যবহারের নিয়ম একেক রকম। যাহোক এবার কাজের কথায় আসি। আমি এখন আপনাদের সাথে একটা চিটবুক সম্পর্কে আলোচনা করবো। এই সফটওয়্যারটিতে রয়েছে ২০ হাজারের ও বেশী গেমস এর চিটকোড। এবং তার সাথে রয়েছে চিটকোডগুলো ব্যবহারের নিয়ম। এবং সেই সাথে গেমস গুলোতে বিভিন্ন ট্রিকস খাটানোর ও নিয়ম। সফটওয়্যারটার নাম হলো Cheat Book । আমি আপনাদের সাথে এই সফটওয়্যারটির লেটেস্ট ভারসনটি শেয়ার করছি। এই লেটেস্ট ভারসনটির নাম হলো Database 2011। নিচে সফটওয়্যারটির কিছু স্ক্রীনশট দেওয়া হলোঃ
ডাউনলোডঃ
আশা করি সফটওয়্যারটা আপনাদের বেশ পছন্দ হবে। আমি সফটওয়্যারটাকে অনেক পছন্দ করি এবং তার সাথে ব্যবহারও করি। আর একটা কথা সফটওয়ারটার সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন।
-মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment