খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, April 1, 2011

দ্রুত টাইপিং শেখার জন্য দারুন একটা সফটওয়্যার!


দ্রুত টাইপিং কে না শিখতে চায়? এটা বলতে গেলে সবারই একটা স্বপ্নের মতো। চাকরি বা বাসায় বা দোকানে দ্রুত টাইপ করার প্রয়োজনীয়তা প্রায় পড়ে। এখন এমন হয়েছে যে, যে দ্রুত টাইপিং করতে পারে না তার কম্পিউটার শেখা বেকার। কারণ দ্রুত টাইপিং করলে যেমন সময় বাচে ঠিক অন্য ভাবে Buyer ও বেশ খুশি থাকেন। দ্রুত টাইপিং শেখার জন্য বেশ কিছু সফটওয়্যার বাজারে পাওয়া যায়। আমি এখন আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করছি। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা টাইপিং বিভিন্ন ধাপে ধাপে শিখতে পারবেন। নিচে একটা স্ক্রীনশট দেওয়া হলোঃ




ডাউনলোডঃ



ব্যবহার করে দেখুন, আমার বিশ্বাস আপনাদের উপকারে লাগবে।

1 comments:

Anonymous [Reply]

I am new. I feel better to browse this site. I must come back.
Thanks.
tusher_124@yahoo.com

Post a Comment