খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, April 1, 2011

লোগো তৈরীর জন্য একটি চমৎকার অনলাইন টুলস!

বিসমিল্লাহির রহমানীর রাহিম


লোগো হলো একটি কোম্পানীর প্রতীক। লোগো দিয়ে একটি কোম্পানীর গুনগত মান ফুটিয়ে উঠে। আপনারা হয়তবা লোগো ডিজাইন সম্পর্কে ইতিমধ্যে অনেক ইন্টারনেট টুলস সম্পর্কে জানেন। আজ আমি এই একই বিষয়ে আপনাদের জানাবো। এটা একটা অনলাইন লোগো ডিজাইন টুলস। নাম হলো Logo Maker। আপনারা এই অনলাইন টুলস দিয়ে লোগো ডিজাইন করতে পারবেন। লোগো দেখতে অবশ্য মান সম্মত। কিন্তু এখানে লোগো তৈরীর জন্য আপনাকে ঐ ওয়েব সাইটে রেজিষ্টেশন করতে হবে। ওয়েব সাইটটা আমার বেশ ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। লোগো তৈরীর জন্য আপনার কম্পিউটারে Adobe Flash Player সেটআপ থাকতে হবে। নিচে লোগার কিছু উদাহারণ দেওয়া হলোঃ







ধন্যবাদ....

0 comments:

Post a Comment