খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, March 30, 2011

ভিডিও থেকে ছবি তোলার জন্য চমৎকার একটি সফটওয়্যার!

বিসমিল্লাহির রহমানীর রাহিম

আমরা অনেকেই ভিডিও নিয়ে কাজ করতে পছন্দ করি। বিশেষ করে যারা বিভিন্ন স্টুডিওতে কাজ করেন। ভিডিওতে কাজ করার সময় মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যেখানে ভিডিও থেকে কোন ব্যক্তির ছবি তুলতে হয়। তারপর সেটি প্রিন্ট বা অন্য যেকোন কাজে ব্যবহার করতে হয়। অনেকে হয়তবা এই কাজটি অন্য সফটওয়্যার বা অন্য কোন উপায়ে করে থাকেন। কিন্তু ফলাফলটা আসে জিরো। মানে ঘুরে ফিরে ঐ 400px উপরে ছবি তোলা যায় না। কিন্তু এখন আমি আপনাদের সাথে একটি সফটওয়্যারকে পরিচয় করিয়ে দেব। এটা দিয়ে আপনি আপনার ভিডিওর যত সাইজ ঠিক তত সাইজেরই ছবি তুলতে পারবেন। মনে করুন আপনার ভিডিওটির সাইজ হলো 720x304 আপনি যখন ছবি তুলবেন তখন ঐ সাইজ (720x304) এই ছবি তুলবে। সফটওয়্যারটার নাম হচ্ছে ImageGrab । অবশ্য এই সফটওয়্যারটি ফ্রিওয়্যার তবে কাজ করে প্রফেশনাল সফটওয়্যারগুলোর মতো। সফটওয়্যারটা ব্যবহার করা খুবই সহজ। 

প্রথমে ডাউনলোড করে নিনঃ




যেভাবে কাজ করবেনঃ
১. সফটওয়্যারটা চালু করুন।
২. এবার একটা ভিডিও চালু করুন। এখানে সাধারণত AVI, MPEG, WMV, live video streams,  DVD ইত্যাদি ফরমেট সাপোর্ট করে।


৩. এবার স্ক্রলবার টেনে আপনি যেই ছবিটি তুলতে চান সেটি ঠিক করে নিন।


৪. নিজে নিচের দিকে একটি বাটন দেখতে পাবেন। সেখানে ক্লীক করে বিভিন্ন সেটিংস ঠিক করে নিতে পারেন।



৫. ছবি তোলার জন্য প্রিভিউ ছবিটি ক্লীক করলেই ছবি My Documents\My Pictures এ সেইভ হয়ে যাবে।



আপনাদের সুবিধার জন্য নিচে আমার তোলা একটি ছবি দেওয়া হলোঃ


কেমন লাগলো কমেন্টস করে সেটা জানাতে ভুলবেন না যেন..............

0 comments:

Post a Comment