খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, March 12, 2011

KMPlayer এর জন্য একটা স্কীনপ্যাক [সংগহে রাখুন]

বিসমিল্লাহীর রহমানীর রাহিম




আসাকরি সবাই ভালো আছেন। আজকে ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা রিকুয়েস্ট পাইলাম। বিপন ভাইয়া আমাকে একটা রিকুয়েস্ট করেছে। তার অনুরোধটা হলো KMPlayer এর জন্য কিছু আইকন প্যাক। কাজের কথায় আসি। 

প্রথমে স্কীনগুলো দেখুনঃ









ডাউনলোডঃ



যেভাবে স্কীন পরিবর্তন করবেনঃ
১. ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করুন।
২. এবার KMPlayer চালু করুন।
৩. KMPlayer এর মাঝখানে রাইট ক্লীক করুন।


৪. Skin থেকে আপনার একটা স্কীন এ ক্লীক করলেই স্কীন পরিবর্তন হয়ে যাবে।


সবাই মহান আল্লাহর রহমতে ভালো থাকবেন........
-মোঃ আব্দুর রহিম

2 comments:

Anonymous [Reply]

Really thanks.....Best wishes for you & your site.....

Abdur Rahim [Reply]

@Anonymous
Thank You Too....

Post a Comment