এমন কিছু ফাইল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো ডিলিট হয়ে গেলে সত্যিই খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অফিসের ফাইল গুলো। অনেকে সিডি বা পেনড্রাইভে এগুলো ফাইলের ব্যাকআপ রাখেন। যাতে পরবর্তিতে এগুলোকে পুনরায় ফিরে পাওয়া যায়। তবে আপনারা এই সব ফাইলগুলোর একটা ব্যাকআপ ইচ্ছা করলে অনলাইনে রেখে দিতে পারেন। পরে এগুলোকে আবার অনলাইন থেকে পিসিতে ডাউনলোড করে নিতে পারেন। আর এই সুবিধাটি আপনাকে একটা সফটওয়্যার দিচ্ছে। অনলাইনে ফ্রী ২ জিবি পর্যন্ত ব্যাকআপ রাখতে পারবেন। এখানে ব্যাকআপ বলতে শুধু জরুরী ফাইলকে বোঝানো হচ্ছে না। বরং আপনি কোন সফটওয়্যার, ইমেজ, ভিডিও, গেমস ইত্যাদি আপলোড করে রাখতে পারবেন। এই সফটওয়্যারটির নাম হলো Mozy । ভারসন হলো ২.৬।
স্ক্রীনশটঃ
ডাউনলোডঃ
আপনারা ব্যবহার করে দেখতে পারেন। হয়তবা কাজে লেগে যেতেও পারে।
ধন্যবাদ....
0 comments:
Post a Comment