খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, April 10, 2011

আপনার জরুরী ফাইলকে ২ জিবি পর্যন্ত অনলাইনে আপলোড করুন [সংগ্রহে রাখুন]


এমন কিছু ফাইল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো ডিলিট হয়ে গেলে সত্যিই খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অফিসের ফাইল গুলো। অনেকে সিডি বা পেনড্রাইভে এগুলো ফাইলের ব্যাকআপ রাখেন। যাতে পরবর্তিতে এগুলোকে পুনরায় ফিরে পাওয়া যায়। তবে আপনারা এই সব ফাইলগুলোর একটা ব্যাকআপ ইচ্ছা করলে অনলাইনে রেখে দিতে পারেন। পরে এগুলোকে আবার অনলাইন থেকে পিসিতে ডাউনলোড করে নিতে পারেন। আর এই সুবিধাটি আপনাকে একটা সফটওয়্যার দিচ্ছে। অনলাইনে ফ্রী ২ জিবি পর্যন্ত ব্যাকআপ রাখতে পারবেন। এখানে ব্যাকআপ বলতে শুধু জরুরী ফাইলকে বোঝানো হচ্ছে না। বরং আপনি কোন সফটওয়্যার, ইমেজ, ভিডিও, গেমস ইত্যাদি আপলোড করে রাখতে পারবেন। এই সফটওয়্যারটির নাম হলো Mozy । ভারসন হলো ২.৬।

স্ক্রীনশটঃ




ডাউনলোডঃ


আপনারা ব্যবহার করে দেখতে পারেন। হয়তবা কাজে লেগে যেতেও পারে।
ধন্যবাদ....

0 comments:

Post a Comment