খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, April 10, 2011

Fast Picture Viewer.. ব্যবহার করেছেন কী?


দ্রুত ছবি ভিউ করার জন্য বতর্মানে ইন্টারনেটে বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। এগুলো পিকচারকে দ্রুত ভিউ করতে সাহায্য করে। আজকে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে একটা সুন্দর সফটওয়্যার পেয়ে গেলাম। তাই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। সফটওয়্যারটা দিয়ে আপনার পিসির ইমেজগুলোকে দ্রুত এবং স্টাইল এর সাথে ভিউ করা যাবে। সফটওয়্যারটার নাম হলোঃ Fast Picture Viewer। ভারসন ১.৫। এটা নতুন ভারসন।

স্ক্রীনশটঃ


ডাউনলোডঃ



সফটওয়্যারটা সেটআপ দিলে অটোমেটিক ডিফল্ট ইমেজ ভিউ সেটিংস এ রুপান্তরিত হয়ে যাবে। ব্যবহার করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে।

0 comments:

Post a Comment