খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, April 10, 2011

Open Office >> ব্যবহার করেছেন কী?


আমরা সবাই অফিসিয়াল কাজ করার জন্য মাইক্রোসফট এর অফিস সফটওয়্যারটা ব্যবহার করি। কিন্তু যে শুধু অফিসিয়াল কাজের জন্য মাইক্রোসফট অফিসই ব্যবহার করতে হবে? এটা কোন কথা না। আপনারা মাইক্রোসফট অফিস ছাড়াও অন্য সফটওয়্যার দিয়ে অফিসিয়াল কাজ করতে পারবেন। এরকমই একটি সফটওয়্যার হলো ওপেন অফিস। যেটি বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজ যেমনঃ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কাজ করতে পারবেন। আমি যখন এই সফটওয়্যারটা ব্যবহার করেছিলাম তখন সফটওয়্যারটা আমার বেশ পছন্দ হয়েছিল। কারণ সব সময় মাইক্রোসফট অফিস ব্যবহার করতে করতে আর ভালো লাগছিল না। তবে একটা কথা ওপেন অফিস সফটওয়্যারটা ব্যবহারে বেশ সহজ। এবং নতুন কম্পিউটার ব্যবহারকারীও একটু চেষ্টা করলে খুব সহজেই ব্যবহার করতে পারবে। 
নিচে এর স্ক্রীনশট দেওয়া হলোঃ





ডাউনলোডঃ


আশা করি হয়তবা আপনাদের ভালো লাগবে......

0 comments:

Post a Comment