খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, May 28, 2011

১ম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত সকল ইবুক ডাউনলোডের জন্য ইবুক ওয়েব সাইট!

বিসমিল্লাহির রহমানীর রাহীম


আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য বর্তমান বাংলাদেশ সরকার বেশ কতোগুলো সুযোগ সুবিধা চালু করেছে। আর তারই ধারাবাহিকতায় সরকার চালু করলো প্রথম অনলাইন ইবুক স্টোর। আশা করি সবাই ইবুক সম্পর্কে জানেন। ইবুক হলো অনলাইন ভিত্তিক একধরণের বই। অনেকে আবার এটিকে ইলেক্টনিক্স বুক ও বলে থাকেন। ইবুক গুলো মুলত শিক্ষা বিষয়ক। আর এ জন্য সরকার কতৃক একটি ওয়েব সাইটও তৈরী করা হয়েছে।


এড্রেসঃ


ওয়েব সাইটটির বর্ণনাঃ
  • প্রাইমারী এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো পাওয়া যাবে।
  • সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করা যাবে।


-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment