খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, May 26, 2011

মাফিয়া >> অদ্ভুত একটা গেমস

বিসমিল্রাহির রহমানীর রাহিম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর অনলাইনে আসলাম আর এছাড়াও বেশ অনেকদিন পর একটা গেমস সম্পর্কে রিভিউ লিখছি। এখন আসি যে গেম সম্পর্কে রিভিউ লিখছি এটা আমার বেশ পছন্দের একটা গেমস। সত্যি বলতে অনেকেই আমার মতো আছেন যারা একটু রোমাঞ্ঝকর এবং একটু ঝামেলা যুক্ত গেমস পছন্দ করেন। তবে অনেকে এই ঝামেলাকে এডভেঞ্জার না ভেবে বোরিং ভাবেন। যা হোক একটু বেশি বকবক করে ফেলছি। এই গেমটার নাম হলো মাফিয়া (Mafia)। সম্পূর্ণ নাম হচ্ছেঃ মাফিয়া - দ্যা সিটি অফ লষ্ট হ্যাভেন (Mafia - The City of Lost Heaven)। গেমটার কাহিনী মুলত ক্রাইম বিষয়ক। গেমটিতের শুরুতে দেখানো হয়েছে গেমের প্রধাণ চরিত্রের অর্থাত নায়ক সামান্য একজন ট্যাক্সি ড্রাইভার। যার নাম হলো টমি। জীবনে প্রথম সে একদল মাফিয়া গ্রুপ কে অন্য মাফিয়া গ্রুপ থেকে উদ্ধার করে। এরপর সেই মাফিয়া গ্রুপ তাকে প্রচুর টাকা দেয়। এর পর তার লোভ ধরে যায়। আর তার পর থেকে সে ঐ মাফিয়া গ্রুপের একজন সদস্য হওয়ার জন্য চলে যায়। অবশ্য তাকে সেটার জন্য বাধ্য করা হয়েছিল। গেমটির এক পর্যায়ে দেখা যায় যে টমি সেই মাফিয়া গ্রুপের একজন নেতা হয়ে যায় এবং সারা শহরের পুলিশ তার পকেটে চলে আসে। গেমটিতে রয়েছে বেশ কিছু অপশন যা দ্বারা একজন গেমার খুবই পরিস্কার পরিছন্ন ভাবে গেমটি খেলতে পারে। এই মাফিয়া গেমটা অনেকটা GTA VICE CITY গেম এর মতো। যারা ভাইস সিটি গেমটা খেলেছেন তারা হয়ত এই গেমটা সম্পর্কে প্রাথমিক ধারণা বুঝতে পেরেছেন। 

আপনাদের সুবিধার জন্য গেমটার একটা ট্রেইলার দিলামঃ





নিচে গেমসটার কিছু স্ত্রীনশট দেওয়া হলোঃ
 



গেমটি খেলতে যা যা লাগবেঃ
  • Ram: ৫১২ মেগাবাইট
  • হার্ডডিস্ক স্পেসঃ ২ গিগাবাইট
  • প্রসেসরঃ ইনটেল সেলেরন ২.৫৩ GHz
  • ডাইরেক্ট এক্সঃ ৯.০


আশা করি গেমসটা খেলে আপনারা বেশ মজা পাবেন।
ধন্যবাদ...
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment