বিসমিল্রাহির রহমানীর রাহিম
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা যারা ব্লগার ডট কমে ব্লগইন করছি তাদের বেশির ভাগেরই ব্লগার তাদের ব্লগের RSS Feed এর দিকে নজর দেন না। এটা অনেক কারণেই হতে পারে। কিন্তু প্রফেশনাল ব্লগইন করার জন্য ব্লগের RSS Feed এর দিকে লক্ষ্য রাখা অত্যান্ত জরুরী। কেননা অনেক ভিজিটর এই RSS Feed দ্বারা আপনার ব্লগে ভ্রমন করতে পারে। এখন চলুন আসল কথায় আসা যাক!
যদি একটু ভালো ভাবে খেয়াল করেন তাহলে দেখবেন হয়তবা আপনার ব্লগের RSS Feed এ পোষ্ট গুলো তার পুরো পোষ্ট শো করছে। এতে করে অনেক সময় ভিজিটর বিরক্ত হতে পারে। কেননা তখন RSS Feed টা বেশ ভারী হয়ে যায়। এবং চালু হতে বেশ সময় নিতে পারে। অতএব বুদ্ধি মানের কাজ হবে যে RSS Feed এ ফীড গুলো যেন পুরো শো না করে শুধু পোষ্টের শিরনাম এবং পোষ্টের সামান্য কিছু ঝলক দেখায়। অনেকটা Read More ফাংশন এর মতো।
আর এটি করার জন্য আপনাকে...
- আপনার ব্লগারে লগইন করে Settings > Site Feed এ ক্লীক করতে হবে।
- তারপর সেখানে Allow Blog Feeds থেকে Short এ ক্লীক করতে হবে।
- সবশেষে Save বাটনে ক্লীক করতে হবে।
এখন আপনার ব্লগের আর.এস.এস ফীড দেখুন। দেখবেন ফীডগুলো ছোট হয়ে গেছে।
কোন সমস্যা বা কোন প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন।
ধন্যবাদ..
-মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment