খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, May 2, 2012

কাঠ দিয়ে বানানো হলো মোবাইল ফোন!

undefinedসম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র কিছু শিক্ষার্থী মিলে কাঠের তৈরি একটি সেলফোন উদ্ভাবন করেছেন। জানা গেছে, শুধু দেখানোর জন্যই নয়, বরং মোবাইলের প্রধান দুই কাজ, ফোন এবং এসএমএস করাও সম্ভব এই কাঠের ফোন দিয়ে। খবর দি হাফিংটন পোস্টের।

সূত্র জানিয়েছে, সাধারণ সিম কার্ড দিয়েই সেলফোনটি ব্যবহার করা যায়। এর বিশালাকৃতির কাঠের কেইস ছাড়াও রয়েছে বড় বড় বাটন। এই ফোনের ব্যাপারে এমআইটি আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে তারা ‘নিজে করা’র বা ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) চর্চার সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হবেন।

0 comments:

Post a Comment