খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, May 24, 2012

টোকিও : স্কাই ট্রি

undefined


আরও একবার নিজেদের প্রযুক্তি আর শক্তির দাপট দেখালো জাপান। দেশের মাটিতে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার ‘দি টোকিও স্কাই ট্রি’ উন্মুক্ত করা সম্মনের দিক থেকে এগিয়ে গেল তারা । সকালে ফিতা কেটে ৬৩৪ মিটার উচ্চু ‘দি টোকিও স্কাই ট্রি টাওয়ারের’ শুভ উদ্বোধন করেন জাপানের টোবু রেলওয়ের কোম্পানি প্রেসিডেন্ট। এ সময়, বেজে ওঠে জাপানের ঐতিহ্যবাহী ড্রাম। চার’শ ৫০ তলা এই টাওয়ার ঘুরে দেখতে ভীড় জমায় ছোট থেকে বড় সব বয়সী। কর্তৃপক্ষ আশা করছেন, চলতি বছরে তিন কোটিরও বেশি দর্শনার্থী টাওয়ারটি পরিদর্শন করবেন।

0 comments:

Post a Comment