খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, May 24, 2012

পৃথিবীর সবচেয়ে বিপদজনক ব্রীজ সমূহ !

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত কিছু বিপদজনক ব্রিজের ছবি নিয়ে এই ব্লগ।




The Immortal Bridge (China)



প্রাকৃতিক ভাবেই তৈরি এই ব্রিজ। কেউ জানেনা, কবে এর সৃষ্টি। তবে ধারনা করা হয়, শেষ বরফ যুগ হতেই এটি বিদ্যমান।





The Old Bridge of Konitsa (Greece)




১০০ বছরের ও বেশী পুরনো এই ব্রিজ। শীতকালে নদী পানিতে ভরে উঠে। উপরে ডানে একটি ঘণ্টা দেখা যাচ্ছে। স্থানীয় রা বলে যখন বাতাস এতো জোরে হয় যে ঘণ্টা বেজে উঠে, তখন এই ব্রিজ পার হওয়া খুবই বিপদজনক।





The Carrick-a-Rede Rope Bridge (Ireland)




দড়ির তৈরি এই ব্রিজ টি মেইনল্যান্ড এর সাথে ছোট দ্বীপ Carrick এর সংযোগ ঘটিয়েছে। যখন প্রবল বাতাসে দোলে, তখন এই ব্রিজ পার হওয়া ভয়ংকর অভিজ্ঞতা, বিশেষ করে যাদের উচ্চতা ভীতি আছে।





Royal Gorge Bridge (Colorado)

undefined


Arkansas নদীর ৯৫৫ ফুট উপরে এই ব্রিজ। এটি Colorado এর অন্যতম টুরিস্ট আকর্ষণ।




Inca Rope Bridge (Inca Empire, Peru)




ইনকা সভ্যতার সময় বানানো হয় দড়ির এই ব্রিজ টি। তখনকার প্রযুক্তিতে বানানো এই ব্রিজ এখনও যথেষ্ট মজবুত। এই ব্রিজের উপর দিয়ে স্প্যানিয়ার্ড রা ঘোড়া নিয়ে গিয়েছিল।




Pulau Langkawi's Suspended Bridge (Malaysia)




এই ব্রিজের উপর হতে আন্দামান সমুদ্রের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। সমুদ্র হতে ৬৮৭ মিটার উপরে এর অবস্থান।




Puente de Ojuela (Mexico)

undefined


Durango, উত্তর মেক্সিকোর খনি এলাকা, যা এখন ভুতের শহর নামে পরিচিত। শহরটির একমাত্র কার্যকর স্থাপত্য এই ব্রিজ টি। বর্তমানে এটিকে কিছুটা সারানো হয়েছে।




Hussaini Hanging Bridge (Pakistan)




উত্তর পাকিস্তানে অবস্থিত এই ব্রিজ টি দেখতে খুব বিপদজনক। অনেক বাসিন্দার পর্বত পার হয়ে রাওয়ালপিন্ডি যেতে এটি ই একমাত্র পথ। তবে দেখতে বিপদজনক হলেও এটি পারাপারের জন্য মোটামুটি নিরাপদ।

0 comments:

Post a Comment