বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। গতকাল "আরিফ" নামের একটা ভাইয়া আমায় ফোন দেয়। উনি অবশ্য কুষ্টিয়া থাকেন। যাই হোক উনি আমায় উনার একটা সমস্যার কথা আমায় জানান। আমায় উনি বলেন ভাইয়া আমি সফটওয়্যারের ইনস্ট্রলার বানাতে চাই। কিন্তু কীভাবে বানাবো বুঝতে পারছি না। আপনার জানা থাকলে একটু বলবেন। আর যদি কোন সফটওয়্যারের লিং জানা থাকে তাহলে বলবেন প্লীজ। তাহলে বেশ উপকার হয়। আমি উনাকে WinRAR এর কথা বললাম। অবশ্য উনার সমস্যা সমাধানও হয়ে গেছে। তবুও ভাবলাম একটা সফটওয়্যার শেয়ার করতে দোষ কিসের?
তাই মূলত এই পোষ্টটা করা। আমি এখন যেই সফটওয়্যারের কথা আপনাদের বলবো এটি ব্যবহার করে অনেক সহজেই সফটওয়্যারের ইনস্ট্রলার বানাতে পারবেন। সফটওয়্যারটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। একবার ব্যবহার করে দেখলেই বুঝবেন। নিজের বাটনটিতে ক্লীক করে "৪ মেগাবাইট" এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে ...
তাই মূলত এই পোষ্টটা করা। আমি এখন যেই সফটওয়্যারের কথা আপনাদের বলবো এটি ব্যবহার করে অনেক সহজেই সফটওয়্যারের ইনস্ট্রলার বানাতে পারবেন। সফটওয়্যারটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। একবার ব্যবহার করে দেখলেই বুঝবেন। নিজের বাটনটিতে ক্লীক করে "৪ মেগাবাইট" এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
কিছু স্ক্রীনশটঃ
আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে ...
0 comments:
Post a Comment