হতাশা !!! মানুষের মুড জনিত সমস্যা । আজকাল সমাজে মানুষ যেই সমস্যাটিতে সব চেয়ে বেশি আক্রান্ত হয় ।তাই আসুন আজকে "হতাশা" সম্পর্কে জানি ।
হতাশার প্রকারভেদঃ
= রিয়াক্টিভ হতাশাঃ বাহ্যিক কোন ঘটনার জন্য সৃষ্ট হতাশা ।
= মেনিয়াক হতাশা ।
= এন্ডযেন্যাস হতাশাঃ এর কোন সুস্পষ্ট মেডিকেল কারন জানা যায়নি ।
হতাশার বৈশিষ্ট্যঃ
= নিরাশা বোধ করা ।
= কোন কিছুর প্রতি অথবা নিজের শখগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা ।
= ক্ষুধা মন্দা ।
= মনোযোগ শক্তি ব্যাহত হওয়া ।
= মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন থাকা ।
= মৃত্যু চিন্তা বা আত্মহত্যার প্রবণতা ।
হতাশার কারনঃ
আমাদের ব্রেইনে মনোএমাইন যেমন নরইপিনেফিরিন এবং সেরোটোনিনের অভাব দেখা দিলে আমরা হতাশায় ভুগি।
হতাশার ঔষধঃ
= ইমিপ্রামিন = ডেসিপ্রামিন
= ক্লোরোপ্রামিন = আমিট্রিপটিলিন
= নরট্রিপ্টিলিন = এমোক্সাপিন
= ফেনেলযিন = ফ্লুক্সেটিন ইত্যাদি।
আর যে সব সমস্যায় হতাশারোধী ড্রাগ ব্যাবহার হয়ঃ
= ভয় জনিত সমস্যা ।
= এনরেক্সিয়া নারভোসা ।
= ছোট বাচ্চাদের স্কুলভীতি ।
= মনোযোগ ব্যাহতজনিত সমস্যা ।
0 comments:
Post a Comment