খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, May 6, 2012

হতাশা কতপ্রকার ও কি কি ?

হতাশা !!! মানুষের মুড জনিত সমস্যা । আজকাল সমাজে মানুষ যেই সমস্যাটিতে সব চেয়ে বেশি আক্রান্ত হয় ।তাই আসুন আজকে "হতাশা" সম্পর্কে জানি ।


হতাশার প্রকারভেদঃ

= রিয়াক্টিভ হতাশাঃ বাহ্যিক কোন ঘটনার জন্য সৃষ্ট হতাশা ।

= মেনিয়াক হতাশা ।

= এন্ডযেন্যাস হতাশাঃ এর কোন সুস্পষ্ট মেডিকেল কারন জানা যায়নি ।


হতাশার বৈশিষ্ট্যঃ


= নিরাশা বোধ করা ।

= কোন কিছুর প্রতি অথবা নিজের শখগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা ।

= ক্ষুধা মন্দা ।

= মনোযোগ শক্তি ব্যাহত হওয়া ।

= মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন থাকা ।

= মৃত্যু চিন্তা বা আত্মহত্যার প্রবণতা ।


হতাশার কারনঃ

আমাদের ব্রেইনে মনোএমাইন যেমন নরইপিনেফিরিন এবং সেরোটোনিনের অভাব দেখা দিলে আমরা হতাশায় ভুগি।

হতাশার ঔষধঃ

= ইমিপ্রামিন = ডেসিপ্রামিন

= ক্লোরোপ্রামিন = আমিট্রিপটিলিন

= নরট্রিপ্টিলিন = এমোক্সাপিন

= ফেনেলযিন = ফ্লুক্সেটিন ইত্যাদি।

আর যে সব সমস্যায় হতাশারোধী ড্রাগ ব্যাবহার হয়ঃ

= ভয় জনিত সমস্যা ।

= এনরেক্সিয়া নারভোসা ।

= ছোট বাচ্চাদের স্কুলভীতি ।

= মনোযোগ ব্যাহতজনিত সমস্যা ।

0 comments:

Post a Comment