আমরা প্রতিনিয়ত কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অনেক সময় দেখা যায় ভুল করে জরুরি ফাইলটা ডিলিট করে ফেলেছেন অথবা আপনার কোন জরুরি ফাইল আপনার ছোট ভাই/বোন না জেনেই ডিলিট করে ফেলেছে, বিশেষ করে অফিসের জরুরি ফাইল ডিলিট হয়ে গিয়েছে, যেগুলি রিসাইকেল বিনেও নেই, একেবারে হাওয়া হয়ে গিয়েছে, তখনতো একেবারে মাথায় হাত! আজ আমি আপনাদের সেই ডিলিট হয়ে যাওয়া ফাইলটি কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাব। এটা দিয়ে সেভ করা হয়নি এমন ওয়ার্ড ডকুমেন্টও ফিরিয়ে আনতে পারবেন।
আসুন তাহলে শুরু করা যাক : -
এর জন্য আমাদের প্রথমেই 'Recuva' নামের এই 204 MB এর এই সফ্টওয়ারটা ডাউনলোড করে নিতে হবে। আর এটা ডাউনলোড করতে আপনাকে Click this link... যেতে হবে।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করেনিন আপনার সেই পিসিতে যেটার ফাইল ফিরিয়ে আনতে চান।
এটা খুব দ্রুত কাজ করে, ডিপ স্ক্যান করে,এক্সপি সাপোর্টেড, , কোনো ফাইলকে যদি চিরতরে মুছে ফেলতে চান সেটাও পারবেন, ইমেইল রিকোভার করা যায়, খুব কম সময়ে ওধিক ফাইল রিকোভার করতে পারে।
তাহলে আর দেরি কেন ? আসুন শুরু করে দেই...
সুত্র: Click this link...
0 comments:
Post a Comment