খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, August 30, 2010

ঘরে বসেই হয়ে যান বিমানের পাইলট !!!!!!!!!!!!!!!!!!

কী? আকাশ থেকে পড়লেন নাকি? ভাবছেন আমিতো কোন দিন বিমানে উঠিও নাই তাহলে বিমান চালাব কি করে? ভাই এইটা হ ডিজিটাল যুগ। এখন বিমান চালাতে বিমানে উঠা লাগে না, ঘরে বসেই বিমান চালানো যায়। কী অবাক হচ্ছেন? তাহলে বলছি শুনুন, আমি যে বিমানের কথা বলছি তা একটি Desktop toy যা আপনি নিজে চালাতে পারবেন। চালানো বেশি কঠিন না তাই ভয় পাওয়ার কিছু নাই।



প্রথমে এই Desktop toy টি Download করে নিন।


তারপর install করে নিন। ব্যস কাজ শেষ। এখন বিমান চালান মানে পাইলট বনে যান। আর Controls কোন ব্যাপার না। কীবোর্ড এর ডান পাশে 0-9 সংখ্যার যে কী গুলা আছে তা দিয়েই বিমান যে দিকে খুশি সে দিকে নেয়া যাবে। আরেকটা কথা দিক হারানোর কোন ভয় নেই কম্পাস আছে।
আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ড কে এই Desktop toy টি মেইল করে পাঠাতে পারেন। ঐখানে এই সুবিধাও আছে।
আশা করি সবাইর ভাল লাগবে। বিমানটা কেমন চালাতে পারলেন তা Comment করে জানাবেন।
সবাই কে ধন্যবাদ।

3 comments:

শাহারীয়ার [Reply]

ধন্যবাদ। আমার ভাল লেগেছে।

মতিন [Reply]

বাচ্চাদের জন্য বেস্ট।

মিমি [Reply]

আমারতো লাইসেন্স নেই। পুলিশ ধরবেনাতো? হা! হা! মজা করলাম।

Post a Comment