skip to main |
skip to sidebar
কী? আকাশ থেকে পড়লেন নাকি? ভাবছেন আমিতো কোন দিন বিমানে উঠিও নাই তাহলে বিমান চালাব কি করে? ভাই এইটা হল ডিজিটাল যুগ। এখন বিমান চালাতে বিমানে উঠা লাগে না, ঘরে বসেই বিমান চালানো যায়। কী অবাক হচ্ছেন? তাহলে বলছি শুনুন, আমি যে বিমানের কথা বলছি তা একটি Desktop toy যা আপনি নিজে চালাতে পারবেন। চালানো বেশি কঠিন না তাই ভয় পাওয়ার কিছু নাই।
প্রথমে এই Desktop toy টি Download করে নিন।
তারপর install করে নিন। ব্যস কাজ শেষ। এখন বিমান চালান মানে পাইলট বনে যান। আর Controls কোন ব্যাপার না। কীবোর্ড এর ডান পাশে 0-9 সংখ্যার যে কী গুলা আছে তা দিয়েই বিমান যে দিকে খুশি সে দিকে নেয়া যাবে। আরেকটা কথা দিক হারানোর কোন ভয় নেই কম্পাস আছে।
আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ড কে এই Desktop toy টি মেইল করে পাঠাতে পারেন। ঐখানে এই সুবিধাও আছে।
আশা করি সবাইর ভাল লাগবে। বিমানটা কেমন চালাতে পারলেন তা Comment করে জানাবেন।
সবাই কে ধন্যবাদ।
3 comments:
ধন্যবাদ। আমার ভাল লেগেছে।
বাচ্চাদের জন্য বেস্ট।
আমারতো লাইসেন্স নেই। পুলিশ ধরবেনাতো? হা! হা! মজা করলাম।
Post a Comment