খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, February 20, 2011

ব্লগ পরিচালনা করছেন? আপনার ফাইলগুলো অন্যের কাছে শেয়ার করতে চাচ্ছেন?

বিসমিল্লাহির রহমানির রাহিম


আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পোষ্টার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। আমার দেখা অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন শেয়ারিং করতে কিন্তু অনেক সময় তারা তাদের ফাইলগুলোকে শেয়ারিং করতে পারেন না। এর বিভিন্ন কারণও রয়েছে। যেমন ধরুনঃ
১. কীভাবে ফাইল শেয়ার করতে হয় তা না জানা।
২. উপযুক্ত ফাইল হোষ্টিং প্রোভাইডার না পাওয়া।

আজকের বিষয়টা হলোঃ একটি ফাইলকে কি ভাবে অন্যের সাথে শেয়ার করবেন। আপনার হয়তবা শিরনাম দেখে আগেই বুঝতে পেরেছেন। ইনসাআল্লাহ আমি এই পোষ্টিতে প্রতিটি ধাপ চিত্র সহকারে এবং বিস্তারিত ভাবে আলোচনা করবো।

মুলত ফাইল হলো কোন ডাটা বা উপাত্ত। সেটা গান, ভিডিও , সফটওয়্যার বা গেমও হতে পারে। একটা ফাইল শেয়ার করার পূর্বে আপনাকে অবশ্যই সেই ফাইলটিকে একটা আরক্রাইভে পরিনত করতে হবে। নয়তো ফাইলটি ওয়েব হোষ্টে আপলোড হবে না।

যে ভাবে আরক্রাইভে পরিনত করবেনঃ
১. প্রথমে এখানে ক্লীক করে WinRAR ডাউনলোড করে নিন।
২. WinRAR সেটআপ দিন।
৩. এবার আপনার ফাইলগুলোর জন্য একটি ফোল্ডার তৈরী করুন।
৪. সবফাইল গুলো তৈরী করা ফোল্ডারটির ভেতরে রাখুন।
৫. এখন ফোল্ডরটিতে রাইট ক্লীক করে Add to Archive এ ক্লীক করুন।



৬. OK বাটনে ক্লীক করুন।



৭. ফলে আপনার ফাইলটি আরক্রাইভ এ পরিনত হয়ে যাবে।



[উপরের পদ্ধতি যে কোন ফাইল [গান,ভিডিও,সফটওয়্যার,গেম] শেয়ার করার জন্য ব্যবহার করতে হবে।]

আবার আপনার ফাইলটি শেয়ার করার পালা। এজন্য অনেক ধরণের শেয়ারিং ওয়েব সাইট আছে। তার মধ্যে Mediafire,Megaupload এবং Zshare বেশ জনপ্রিয়। আমি এখানে Zshare এ আপলোড করার পদ্ধতি আলোচনা করছি।

ফাইল শেয়ারঃ
১. প্রথমে www.zshare.net এ যান। সেখানে Sign Up করুন। তারপর লগইন করে Upload Now বাটনে ক্লীক করুন।



২. এবার Browse বাটনে ক্লীক করে আপনার ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লীক করুন। [প্রয়োজনে নিচের চিত্রটি দেখুন]



৩. সবশেষে Share it বাটনে ক্লীক করুন।



৪. এখন আপলোড হওয়া শুরু হবে। একটা প্রোগ্রেসবার দ্বারা আপলোডের অগ্রগতি দেখা যাবে।
৫. আপলোড শেষ হয়ে গেলে নিচের মতো স্ত্রীন আসবে। সেখানে Download Link দেখতে পাবেন। 



লিঙ্কটা আপনার বন্ধু বা ওয়েব সাইটে শেয়ার করুন।
আপনার বন্ধুরা সেই লিং ব্যবহার করে আপনার ফাইলগুলো ডাউনলোড করে নেবে।

[বিঃদ্রঃ অনেকের কাছে অনেক ধরণের ওয়েব সাইট পছন্দ। তাই  MirrorCreator এ আপলোড করা খুবই বুদ্ধিমানের কাজ হবে। MirrorCreator সম্পর্কে জানতে এখানে ক্লীক করুন]

আশা করি আপনাদের কাজে লেগেছে। কাজে লাগলে কমেন্টস করতে ভুলবেন না যেন।
ধন্যাবদ........

2 comments:

Post a Comment