বেশ অনেক দিন ধরেই কোন পোষ্ট আপটুডেট করতে পারছি না। এজন্য আমি সত্যিই বেশ দুঃখিত। কিন্তু ইনসাআল্লাহ খুব শিগ্রহীই আপনাদের আইটি ওয়াল্ড আগের মতো নিয়মিত আপটুডেট হবে। এখন আমি আপনাদের একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। এটা দিয়ে আপনারা ফোল্ডারের ভেতরে ইমেজ যোগ করতে পারবেন। খুব সহজে এবং কোন ঝামেলা ছাড়াই। এটা হলো ফোল্ডার শ্যাল। অনেকে কোডের মাধ্যমে ফোল্ডারে ছবি যোগ করেন। কিন্তু সেটা খুবই ঝামেলা দায়ক এবং কষ্টদায়ক। নিচে একটা উদাহারণ দেওয়া হলোঃ
ডাউনলোডঃ
যেভাবে কাজ করবেনঃ
১. সফটওয়্যারটা সেটআপ দিন।
২. যে ফোল্ডারে ছবি যোগ করতে চান সেটিতে রাইট ক্লীক করে Properties এ ক্লীক করুন।
৩. এবার Customize ট্যাবে ক্লীক করুন।
৪. Browse বাটনে ক্লীক করে আপনার ছবিটি সিলেক্ট করে দিন।
৫. লেখার রং পরিবর্তন করে দিতে পারেন।
৬. সবশেষে OK বাটনে ক্লীক করুন।
এবার আপনার ফোল্ডারে গিয়ে দেখুন সেখানে ছবি সেট হয়েছে। এভাবে মেমোরী কার্ড এও ছবি সংযুক্ত করতে পারবেন।
ধনবাদ.......
৫. লেখার রং পরিবর্তন করে দিতে পারেন।
৬. সবশেষে OK বাটনে ক্লীক করুন।
এবার আপনার ফোল্ডারে গিয়ে দেখুন সেখানে ছবি সেট হয়েছে। এভাবে মেমোরী কার্ড এও ছবি সংযুক্ত করতে পারবেন।
ধনবাদ.......
1 comments:
Hello,i am mridul.My computer operating system is windows 7.First i install this software.Then i flow your direction.But,i have no result.How to use this software in Windows-7.Please tell me.......
Post a Comment