খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, April 10, 2011

.NET Framework Version 4.0 << সংগ্রহে রাখুন

আশা করি সবাই .NET Framework সম্পর্কে পরিচিত আছেন। এটা হলো একধরণের ড্রাইভার। অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো .NET Framework ছাড়া চালু হয় না। .NET Framework দিলো ইউন্ডোজ অপারেটিং সিস্টেম আপডেট হয়। তখন নানান সফটওয়্যার চালু হয়। বর্তমানে মাইক্রোসফট তাদের নেট ফ্রেমওয়ার্কের ৪.০ এর ভারসনটি অনলাইনে ছেড়েছে। ভাবলাম আপনাদের হয়তবা কাজে লাগতে পারে। 

 

নিচের ডাউনলোড বাটনে ক্লীক করে ডাউনলোড করে নিন।


 

আশা করি আপনাদের চাহিদা মতো সফটওয়্যার শেয়ার করতে পারছি। এর পরও যদি আপনাদের কোন রিকুয়েষ্ট থাকে তাহলে আমাকে ফেসবুকে অনুসরন করে সেখানে রিকুয়েস্ট করতে পারেন।
ধন্যবাদ........

2 comments:

Health Blog [Reply]

If you want to know about your health,just go here..http://www.totalhealthathome.com/

lee croucher [Reply]

Wow. Thanks man. that is amazing. i like it. very very thanks.

http://www.leecroucher.co.uk/2011/01/seo-dudes-search-engine-optimization.html

Post a Comment