আজ থেকে ২৩০ মিলিয়ন বছর পূর্বে। ডাইনোসরেরা ট্রায়াসিক যুগের শেষ দিকে, অর্থাৎ প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতে শুরু করে। আর ওদের শাসনকাল চলে ক্রিটেশিয়াস যুগের শেষ পর্যন্ত। অর্থাৎ ওরা পৃথিবী শাসন করেছে প্রায় ১৬ কোটি বছর !
ডাইনোসরের শ্রেণীবিন্যাস
Saurischia: এসব ডাইনোসরের পশ্চাত ছিল সরীসৃপদের মতো।
Theropods: এটি মাংসভোজি ডাইনোসরের দল।
Sauropods: এরা লতাপাতা খেয়ে বেঁচে থাকত। এদের ছিল খুব লম্বা লম্বা গলা।
Ornithischia: এরা লতাপাতা ভোজি যাদের পাখির মতো ঠোঁট ছিল।
Armoured dinosaurs: এদের পিঠে ছিল বড় বড় হাড় যা এদেরকে রক্ষা করত।
Cerapoda :শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত।
Ornithopoda: এরা “duck-billed” ডাইনোসর।
Pachycephalosauria: এসব ডাইনোসরের মাথা ছিল খুব শক্ত।
''ডাইনোসর'' শব্দটি বলতে “উড়তে অক্ষম। ডাইনোসর-দের বোঝানো হবে এবং “পাখি” শব্দটি “উড়তে সক্ষম ডাইনোসর”-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে। উড়তে সক্ষম ডাইনোসর বলতে আর্কিওপটেরিক্স পূর্বপুরুষ থেকে বিবর্তিত এবং আধুনিক পাখিদের সবাইকেই বোঝানো হবে। গুরুত্ব দিয়ে কোন বিষয় উল্লেখ করতে হলে “উড়তে অক্ষম ডাইনোসর” শব্দটিই ব্যবহৃত হবে। আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে বিলপ্তি হয় একটি বার ভেবে দেখেছেন এরা যদি আজ পৃথিবী তে থাকতো তবে কেমন হত ???
ডিম গুলি এদের কতো বড়ো হতে পারে একটু ভাবুন।
আচ্ছা, এরা যদি এখন রাজপথ দিয়ে হেটে বেড়াত?
আবার একটু কল্পনা করুন তো এরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে (আল্লাহ্ না করুন) তাহলে আমাদের কি হবে ???
এই সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছিলেন, তিনি মহান আল্লাহ্, আবার তিনিই সব কিছু ধংস করে দিয়েছেন।
অনেক এর মতে ডাইনোসর একটি অবাস্তব কাল্পনিক একটি প্রানি , মহান আল্লাহ্ চাইলে কি না করতে পারেন ?? যিনি কিনা সারা বিশ্বের সৃষ্টিকর্তা তিনি চাইলে এই পৃথিবীকে ধংস করে দিতে পারে , যেমন ডাইনোসর এর মত বিশাল প্রানি জগতকে আল্লাহ্ সৃষ্টি করেছিলেন আবার তিনি ডাইনোসর দের ধংস করে দিয়েছেন।
সূত্র: উইকিপিডিয়া, অন্যান্য সাইট।
ডাইনোসরের শ্রেণীবিন্যাস
Saurischia: এসব ডাইনোসরের পশ্চাত ছিল সরীসৃপদের মতো।
Theropods: এটি মাংসভোজি ডাইনোসরের দল।
Sauropods: এরা লতাপাতা খেয়ে বেঁচে থাকত। এদের ছিল খুব লম্বা লম্বা গলা।
Ornithischia: এরা লতাপাতা ভোজি যাদের পাখির মতো ঠোঁট ছিল।
Armoured dinosaurs: এদের পিঠে ছিল বড় বড় হাড় যা এদেরকে রক্ষা করত।
Cerapoda :শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত।
Ornithopoda: এরা “duck-billed” ডাইনোসর।
Pachycephalosauria: এসব ডাইনোসরের মাথা ছিল খুব শক্ত।
''ডাইনোসর'' শব্দটি বলতে “উড়তে অক্ষম। ডাইনোসর-দের বোঝানো হবে এবং “পাখি” শব্দটি “উড়তে সক্ষম ডাইনোসর”-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে। উড়তে সক্ষম ডাইনোসর বলতে আর্কিওপটেরিক্স পূর্বপুরুষ থেকে বিবর্তিত এবং আধুনিক পাখিদের সবাইকেই বোঝানো হবে। গুরুত্ব দিয়ে কোন বিষয় উল্লেখ করতে হলে “উড়তে অক্ষম ডাইনোসর” শব্দটিই ব্যবহৃত হবে। আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে বিলপ্তি হয় একটি বার ভেবে দেখেছেন এরা যদি আজ পৃথিবী তে থাকতো তবে কেমন হত ???
ডিম গুলি এদের কতো বড়ো হতে পারে একটু ভাবুন।
আচ্ছা, এরা যদি এখন রাজপথ দিয়ে হেটে বেড়াত?
আবার একটু কল্পনা করুন তো এরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে (আল্লাহ্ না করুন) তাহলে আমাদের কি হবে ???
এই সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছিলেন, তিনি মহান আল্লাহ্, আবার তিনিই সব কিছু ধংস করে দিয়েছেন।
অনেক এর মতে ডাইনোসর একটি অবাস্তব কাল্পনিক একটি প্রানি , মহান আল্লাহ্ চাইলে কি না করতে পারেন ?? যিনি কিনা সারা বিশ্বের সৃষ্টিকর্তা তিনি চাইলে এই পৃথিবীকে ধংস করে দিতে পারে , যেমন ডাইনোসর এর মত বিশাল প্রানি জগতকে আল্লাহ্ সৃষ্টি করেছিলেন আবার তিনি ডাইনোসর দের ধংস করে দিয়েছেন।
সূত্র: উইকিপিডিয়া, অন্যান্য সাইট।
0 comments:
Post a Comment