বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া আমরা যেমন একটি দিনও কল্পনা করতে পারিনা, তেমনি কম্পিউটারের অন্যতম প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ হিসেবে আমাদের কাছে স্থান করে নিয়েছে মাউস। ১৯৬৩ সালে কম্পিউটারের জন্য বিশ্বের প্রথম মাউসটি তৈরি করেন ডগলাস এঙ্গেলবার্ট। স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটে এটি তৈরি করেন তিনি।
প্রথম সেই মাউসটির আকার আজকের পরিচিত মাউসের মতন ছিলো না। বরং এটি তৈরি করা হয়েছিলো একটি বক্সের মধ্যে। আর এর সাথে ছিলো কোনো তলে কাজ করার জন্য বিশেষ চাকা। আকারেও এটি ছিলো এখনকার মাউসগুলোর তুলনায় বেশ খানিকটা বড়।
প্রথম সেই মাউসটির আকার আজকের পরিচিত মাউসের মতন ছিলো না। বরং এটি তৈরি করা হয়েছিলো একটি বক্সের মধ্যে। আর এর সাথে ছিলো কোনো তলে কাজ করার জন্য বিশেষ চাকা। আকারেও এটি ছিলো এখনকার মাউসগুলোর তুলনায় বেশ খানিকটা বড়।
0 comments:
Post a Comment