খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, May 3, 2012

আবিস্কারঃ চোখের ইশারায় পরিচালিত কম্পিউটার !

টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-এর জন্য নতুন প্রযুক্তি আনছে। সুইডেনের টেকনোলজি কোম্পানি টোবি সম্প্রতি উইন্ডোজ ৮-এর জন্য চোখের ইশারায় যাতে কম্পিউটার চালানো যায় সে পদ্ধতির একটি ডিভাইস তৈরি করছে। টোবি উদ্ভাবিত পদ্ধতিতে কার্সর নড়ানোর জন্য মাউসের বদলে চোখের ইশারাই যথেষ্ট। কোনো লিংক বা স্ক্রিনের কোথায় ক্লিক করতে হবে কার্সরের ওপর চোখ রেখে সেদিকে চোখের ইশারা করলেই হবে। ‘উইন্ডোজ ৮ গেজ ইন্টারফেস’ নামের এ প্রযুক্তি গত ৯ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় দেখানো হয়। টোবি জানিয়েছে, গেজ ইন্টারফেস পদ্ধতিটি উইন্ডোজ ৮-নির্ভর ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য তৈরি করা হচ্ছে।



উল্লেখ্য, টোবি এর আগে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যায় এমন গেম তৈরি করেছিল। মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম হিসেবে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করার এমন প্রযুক্তি ছাড়াও ছবি পাসওয়ার্ড এবং অঙ্গভঙ্গির সাহায্যে উইন্ডোজ চালানো যাবে এমন খবরও চাউর হয়েছে।

0 comments:

Post a Comment