
" বিসমিল্লাহির রহমানীর রাহীম "
আজ অনেকদিন পর আবার লিখতে বসলাম। ছোট ট্রিকস তাই বেশী কিছু বলে কথা বাড়াবো না। আমরা অনেকেই ইন্টারনেটে নানান ওয়েবসাইটে ঘুরাঘুরি করি। এ সময় নানান অপ্রয়োজনীয় ওয়েবসাইট আমাদের সামনে প্রায়ই হাজির হয়। যার ফলে আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ অযথা খরচ হয়। এছাড়াও প্রোনোগ্রাফিক্যাল নানান ওয়েবসাইটও আমাদের সামনে হঠাৎ চলে আসে।...