খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, August 25, 2012

ব্লক করুন ওয়েবসাইট একটি ছোট ট্রিকস ব্যবহার করে!

" বিসমিল্লাহির রহমানীর রাহীম "

আজ অনেকদিন পর আবার লিখতে বসলাম। ছোট ট্রিকস তাই বেশী কিছু বলে কথা বাড়াবো না। আমরা অনেকেই ইন্টারনেটে নানান ওয়েবসাইটে ঘুরাঘুরি করি। এ সময় নানান অপ্রয়োজনীয় ওয়েবসাইট আমাদের সামনে প্রায়ই হাজির হয়। যার ফলে আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ অযথা খরচ হয়। এছাড়াও প্রোনোগ্রাফিক্যাল নানান ওয়েবসাইটও আমাদের সামনে হঠাৎ চলে আসে। আমরা চাইলেই এই সব ওয়েবসাইটগুলোকে আমাদের পিসিতে ব্লক করে রাখতে পারি। নাহ কোন সফটওয়্যার ব্যবহার করে নয়। ছোট একটা ট্রিকস ব্যবহার করে। আর সেটা আপনিও পারবেন।

যাক আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১. প্রথমে Start - Run এ যান।

২. এবার c:\windows\system32\drivers\etc\hosts টাইপ করুন।

৩. Notepad সিলেক্ট করে OK বাটনে ক্লীক করুন।

৪. সেখানে দেখবেন 127.0.0.1 localhost লেখা আছে।

৫. তার ঠিক নিচে 38.25.63.10 Your Website link টি টাইপ করুন / পেষ্ট করে দিন।

৬. এবার Your Website link টির জায়গায় যে ওয়েবসাইটটি ব্লক করতে চান সেটি টাইপ করুন।

যেমন ধরুনঃ আপনি facebook ব্লক করতে চান তাহলে লিখুন 38.25.63.10     facebook.com

৭. এবার File - Save এ ক্লীক করুন।

৮. আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। দেখুন আর ঐ ওয়েবসাইটে ঢুকা যাচ্ছে না।

৯. এভাবে আপনি একাধিক ওয়েবসাইট ব্লক করতে পারবেন।

১০. আপনি চাইলেই লিষ্ট থেকে নাম মুছে দিয়ে সেই ওয়েবসাইটটিকে আনব্লক করতে পারবেন।


কোন সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে মতামত করে জানাতে পারেন .. ধন্যবাদ

0 comments:

Post a Comment