খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, July 4, 2010

দারুন সব ফ্রী ক্লিপআর্ট ডাউনলোডের জন্য ৫টি ওয়েব সাইট

বিভিন্ন ডকুমেন্ট টাইপিং অথবা প্রেজেন্টেশন তৈরির সময় ক্লিপআর্ট ব্যবহার করা হয়। ক্লিপআর্ট মূলত পূর্বেই তৈরি করা একটি ইমেজ যেটি সাধারনত টেক্সট ডকুমেন্টে উদাহরন হিসেবে ব্যবহার করা হয়। যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করেন তারা ক্লিপআর্ট এর সাথে ভালভাবেই পরিচিত। মাইক্রোসফট অফিস স্যুটের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যেসব ক্লিপআর্ট রয়েছে সেগুলোই বেশির ভাগ ক্ষেত্রে যথেস্ট। তবে অনেক সময় প্রয়োজনীয় ক্লিপআর্ট সেখানে পাওয়া যায় না। আর তাই ফ্রী ক্লিপআর্ট ডাউনলোডের জন্য নিচের ৫টি সাইট ঘুরে দেখতে পারেন।

WPClipart


এটি একটি স্ট্যান্ডার্ড ওয়েব সাইট যেটি প্রায় ১০ হাজার ক্লিপআর্ট সমৃদ্ধ। এর বিভিন্ন ডিরেক্টরি অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করে সহজেই খুঁজে পেতে পারেন আপনার প্রয়োজনীয় ক্লিপআর্ট।

Clker


ফ্রী ভেক্টর ক্লিপআর্ট এর এক বিশাল সংগ্রহশালা হল Clker। এখানে লো, মিডিয়াম এবং হাই ফরমেটে ক্লিপআর্ট ডাউনলোড করা যাবে। এছাড়াও এখানে আপনি আপনার তৈরি করা ক্লিপআর্ট আপলোড করতে পারবেন।

Open Clip Art


এটি একটি ভিন্ন ধরনের ক্লিপআর্ট ডিরেক্টরি। এখানে মূলত সাবমিট করা ক্লিপআর্ট সমূহের একটি বিশাল ভান্ডার রয়েছে।

Artvex


দৃস্টিনন্দন এই ওয়েব সাইটের ১০ হাজার এর বেশি ক্লিপআর্ট থেকে ক্যাটাগরি অথবা সার্চ এর মাধ্যমে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় টি।

Clipart ETC


ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের ব্যবহারের জন্য প্রায় ৬০,০০০ ক্লিপ আর্ট নিয়ে এই ওয়েব সাইট।

0 comments:

Post a Comment