খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, July 4, 2010

বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার এবং সার্ভিসের ১০টি পিডিএফ চিট শীট

কোন সফটওয়্যারের ছোট খাট বিষয় গুলো দ্রুত শেখার জন্য চিট শীট একটি ভাল ভূমিকা পালন করতে পারে। ছোট আকারের এই চিট শীটগুলো প্রিন্ট করে অথবা পিসিতে দেখে সহজেই বিভিন্ন সফটওয়্যার এর কী-বোর্ড শর্টকাট, কমান্ড লাইন ইত্যাদি ছোট ছোট বিষয়গুলো শেখা যায়। আর এগুলো শেখার মাধ্যমে আরও দ্রুতগতিতে কাজ করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অতি প্রয়োজনীয় কয়েকটি সফটওয়্যার এবং সার্ভিসের চিট শীট নিয়েই এই পোস্ট।

Microsoft Office

দ্রুত টাইপিং এবং ফরমেটিং এর বিভিন্ন কৌশল এবং ছোট ছোট টিপস নিয়ে কয়েকটি চিট শীট।
 
 
 
 

Browsers

জনপ্রিয় দুটি ব্রাউজার মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম নিয়ে দুটি চিট শীট।
 
 

Photoshop

গ্রাফিক্স ডিজাইনিং এ সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ এর চিট শীট।
 

Twitter

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট টুইটারের বিভিন্ন টিপস, ডেস্কটপ ক্লায়েন্ট, উইজেট, এপ্লিকেশন ইত্যাদি নিয়ে এই চিট শীট।
 

Search Engine Optimization

এসিও নিয়ে বিভিন্ন রকম তথ্যের সমারোহ রয়েছে এখানে।
 

Linux

ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স এর খুটিনাটি বিষয় নিয়ে এই চিট শীট।
 

0 comments:

Post a Comment