খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, July 8, 2010

ডায়াল-আপ সংযোগ নিজে নিজে বিচ্ছিন্ন হয়ে গেলে যা করবেন

ব্রডব্যান্ড ইন্টারনেটে তুলনামূলকভাবে দ্রুততর গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায়, এমন একটা কথা থাকলেও আজকাল সবার মধ্যে মোবাইলের মডেম ব্যবহার করে তথা ডায়াল আপ সংযোগ ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করার ঝোঁক লক্ষ্য করা যায়। এর কারণ হিসেবে বেশ কিছু বিষয়কে দেখানো যায়। প্রথমতঃ মোবাইলের মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করলে আপনার ঝামেলা কমে যায়। দ্বিতীয়তঃ তার নিয়ে টানাটানি করারও কোনো প্রয়োজন পড়ে না। তৃতীয়তঃ যখন-তখন যেখানে-সেখানে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
তবে ডায়াল-আপ সংযোগ ব্যবহারকারীদের তিক্ত অভিজ্ঞতাসমূহের মধ্যে অন্যতম একটি হলো সংযোগ নিজে নিজেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় সংযোগ স্থাপন করে কাজ করতে হয়। তবে আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করতে দিয়ে কম্পিউটার থেকে দূরে চলে যান, তাহলে ঘণ্টাখানেক পর এসে সম্পূর্ণ ফাইল ডাউনলোড হয়ে গেছে এমনটা দেখার আশা করলেও হয়তো দেখবেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ডাউনলোড এখনো সম্পন্ন হয়নি। বিশেষ করে যারা ডাউনলোড করেন, তাদের জন্য এই অটো-ডিসকানেক্টের ব্যাপারটি খুবই সমস্যার সৃষ্টি করে। এছাড়াও যাদের লাইন ঘন ঘন কেটে যায়, তাদেরও পুনরায় সংযোগ নিতে নিতে মেজাজ খারাপ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
ঠিক তেমন সমস্যারই দু’টি সহজ সমাধান নিয়ে আমরা আলোচনা করবো আজ। আপনি দু’টি ভিন্ন ভিন্ন উপায়ে আপনার কম্পিউটারকে সংযোগ কেটে গেলে স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট করে নিতে বলতে পারেন নিচের যে কোনো উপায় অবলম্বন করে। আসুন জেনে নিই সমস্যার উত্তরণে কী করা যেতে পারে।

সিস্টেম ডিফল্ট

বাড়তি কোনো ঝামেলায় না গিয়ে সরাসরিই আপনি আপনার কম্পিউটারের সেটিংসে পরিবর্তন এনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিকানেক্ট করার ব্যবস্থা করতে পারেন। এ জন্য সিসট্রে (সিসটেম ট্রে) থেকে আপনার সচল ডায়াল আপ সংযোগটির নেটওয়ার্ক আইকনে কিক করুন। যে বক্সটি আসবে, সেখান থেকে প্রপার্টিজ-এ কিক করুন। নতুন আরেকটি অপশন বক্স আসবে। এবার আপনি ‘অপশনস’ ট্যাবটি সিলেক্ট করুন। নিচের মতো একটি ট্যাব আসবে। সেখানে খুঁজে দেখুন ‘রিডায়াল ইফ কানেকশন ড্রপস’ নামে একটি চেকবক্স আছে। চেকবক্সটিতে টিকচিহ্ন দিয়ে দিন। ওকে দিয়ে বেরিয়ে আসুন।

এরপর সেটিংসগুলো সক্রিয় করতে ইন্টারনেট সংযোগটি একবার বিচ্ছিন্ন করে পুনরায় কানেক্ট করুন। ব্যস, আপনার কাজ শেষ। এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে, বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও আপনাকে কষ্ট করে ডায়াল করতে হবে না। সিস্টেম নিজেই পুনরায় সংযোগ গ্রহণের কাজটি করে নিবে।

0 comments:

Post a Comment