খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, August 12, 2010

ই-বুক ডাউনলোডঃ ‘লেখার সময় পরিহার্য ১০০টি ভুল’

এই ই-বুকটির মূল্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ১,৪০০ টাকা। বইটি কয়েকদিন আগে আমি ডিস্কাউন্টে কিনেছি। যদিও এই বইটি বিতরন করা আইনত অবৈধ। কিন্তু বাংলাদেশে পে-পাল অথবা ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ নেই বিধায় বাংলাদেশ থেকে অনলাইনে কিছু কেনা যায় না। আর আমি বিশ্বাস করি শিক্ষা সবার জন্য উন্মুক্ত। তাই এটি আমি একটি ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে দিয়েছি এবং আপনারা এটি ডাউনলোড করতে পারবেন।
প্রথমেই দেখা যাক বইটিতে কি কি আছে …

বইটি মূলত ইংরেজী লেখায় সাধারন ভুল গুলো নিয়ে লেখা। যারা ইংরেজীতে ব্লগিং করেন অথবা করবেন, তাদের এই বইটি অনেক কাজে লাগতে পারে। এছাড়াও স্কুল, কলেজে যারা লেখাপড়া করেন তাদেরও কাজে লাগবে আশা করি।


৪৫ পৃষ্ঠার এই বইতে ইংরেজি গ্রামার, বানান, বিরাম চিহ্ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি ধাপে শুদ্ধ/অশুদ্ধ উদাহরন দিয়ে বোঝানো হয়েছে এবং সাথে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। আশা করি আপনাদের কাজে লাগবে।

0 comments:

Post a Comment